• বাড়বে গরম, মার্চেই তাপপ্রবাহেরও সতর্কতা, কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা? 
    আজ তক | ০২ মার্চ ২০২৫
  • রাজ্যে গরমের দাপট বাড়তে শুরু করেছে, আর সেই সঙ্গে মিলতে শুরু করেছে আবহাওয়া দফতরের পূর্বাভাসও। দিনের বেলা সূর্যের তীব্রতা বাড়ছে, আর রাতের শীতল অনুভূতিও এখন প্রায় নেই বললেই চলে।

    তাপমাত্রার উর্ধ্বগতি: মার্চেই ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতা
    আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মার্চের মাঝামাঝি সময়েই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। শুধু কলকাতা নয়, রাজ্যের অধিকাংশ জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    তাপপ্রবাহের সম্ভাবনা, সতর্কতা জারি
    ভারতীয় আবহাওয়া দফতর (IMD) কিছুদিন আগেই দেশের বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। যদিও সেই তালিকায় পশ্চিমবঙ্গ নেই, তবুও রাজ্যের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই তাপমাত্রা বেড়ে গিয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

    বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার ফলে রাজস্থান থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এই কারণে দেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম কমার কোনও সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গে বৃষ্টি, কোথায় কোথায় হবে?
    আগামী সপ্তাহে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও কোচবিহারে এই বৃষ্টি হতে পারে। এছাড়া উঁচু পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

    তাপপ্রবাহ চলবে মে মাস পর্যন্ত
    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ থেকে মে মাস পর্যন্ত রাজ্যের তাপমাত্রা বাড়তে থাকবে। মার্চে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও, এপ্রিল-মে মাসে প্রায় সমগ্র পশ্চিমবঙ্গেই প্রচণ্ড গরমের কবলে পড়তে পারে।

    আগামী সপ্তাহের পূর্বাভাস: শুষ্ক থাকবে আবহাওয়া
    আগামী সপ্তাহ থেকেই রাজ্যের বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা আরও বাড়বে, যা গ্রীষ্মের তীব্রতা বাড়াবে। আবহাওয়া বিশেষজ্ঞরা ইতিমধ্যেই গরম মোকাবিলার জন্য প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

     
  • Link to this news (আজ তক)