মমতা গাড়িতে উঠে ‘নেচেছিলেন’, ভাইরাল ছবির ‘মিথ্যে’ ধরে কাদের ‘ছাগল’ বললেন কুণাল?
হিন্দুস্তান টাইমস | ০২ মার্চ ২০২৫
গাড়ির উপরে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় - শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির বনেটে এক পড়ুয়া উঠে যাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। একাংশের দাবি, ১৯৭৫ সালে কলকাতায় জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে এরকমভাবেই দাঁড়িয়ে পড়েছিলেন তৎকালীন যুবনেত্রী মমতা। এখন মুখ্যমন্ত্রী মমতার আমলে সেটাই ফিরে এসেছে বলে দাবি করতে থাকেন অনেকে। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি দাবি করেন, মমতার ছবি নিয়ে সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে। মমতা গাড়ি উঠেছিলেন, সেটা ঠিকই। কিন্তু ১৯৯৬ সালে নিজের দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য ওই গাড়িতে উঠেছিলেন। সেটার সঙ্গে ১৯৭৫ সালের ঘটনার সম্পর্ক নেই বলে দাবি করেন কুণাল।
তৃণমূল নেতার কথায়, ‘মিথ্যাচার বন্ধ করুন। বামেরা দিদির এই ছবি দিয়ে জয়প্রকাশ নারায়ণের গাড়ি বলে পোস্ট করছে। এসব ছাগলদের বলে রাখি, প্রথমত, দিদি জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর কখনও ওঠেননি। দ্বিতীয়ত, এই ছবিটি ১৯৯৬ সালে আলিপুরের। গাড়িটি আমার ব্যবহারের । গাড়ির ভিতরে তখন কেউ ছিলেন না। সামনে বিপুল জনতা। যাতে সবাই দিদির কথা শুনতে পান, তাই উঁচু জায়গার দরকার ছিল। এর সঙ্গে কোনও গাড়িতে কোনও হামলার সম্পর্ক নেই।’
আর কুণাল সেই মন্তব্য করেছেন যখন, তখন সোশ্যাল মিডিয়ায় গাড়ির উপরে মমতার দাঁড়িয়ে থাকার ছবি ছেয়ে গিয়েছে। চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, ‘পুরোনো দিনের কথা। মনে করিয়ে দিলাম। তার উপর মমতার নাচ। উনি ভার্সিটি ইনস্টিটিউটয়ের সামনে।’ আরও অনেকেই একইসুরে মমতাকে আক্রমণ শানিয়েছেন।
তারইমধ্যে শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে গিয়ে যে ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে, তা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কুণাল বলেন, ‘গাড়ির তলায় ভয়ঙ্করভাবে পিষে যাওয়ার এক্স-রে রিপোর্টে কোনও ফ্র্যাকচার নেই।'
সেইসঙ্গে তিনি বলেন, 'বিপ্লবী পোস্টদাতারা একটু রিপোর্টটা পোস্ট করবেন প্লিজ? তা না করে শুধু আমি সোমা বলছির মডেলে মিথ্যাচারের নাটক কতক্ষণ চলবে? গাড়িতে হামলা, কাচ ভাঙা, জাতীয় পতাকা খোলা, ঝুলতে থাকা, বেয়ে ওঠার অসভ্যতার মধ্যে কেউ নিজেই পড়ে যেতেই পারেন। তারপর ভিকটিম কার্ড খেলে হামলা থেকে নজর ঘোরানোর নাটক চলতে পারে না।’
একইসুরে তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেছেন, 'গোটা স্করপিও গাড়ি বডির উপর দিয়ে চলে যাওয়ার পর আপনি ইন্টারভিউ দিতে পারবেন? ওরা পারে। কারণ ওরা শিক্ষিত।' উল্লেখ্য,শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে চাপা পড়ে যে ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে, তাঁর বক্তব্যের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেটার প্রেক্ষিতেই কটাক্ষ করেছে দেবাংশু।