• '...হিন্দু মেয়েদের প্রতি অনেক মুসলমান ছেলের অস্বাভাবিক আকর্ষণের কারণ বোঝা যাবে'
    হিন্দুস্তান টাইমস | ০২ মার্চ ২০২৫
  • বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার জারি আছে বলে অভিযোগ উঠেই চলেছে। যদিও ইউনুস সরকার দাবি করছে, ধর্মীয় কারণে কোনও সংখ্যালঘু হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে না সেই দেশে। তবে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশে হিন্দু মেয়েদের নাকি প্রেমের ফাঁদে ফেলছেন কট্টরপন্থী মুসলিমরা। যদিও সরকারি ভাবে এই সব ঘটনার কথা স্বীকার করছে না বাংলাদেশ। যদিও সেরকমই একটি ঘটনার উল্লেখ করে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। সেই পোস্ট শেয়ার করেছিলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সেই পোস্টের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশি সাহিত্যিক হুমায়ুন আজাদের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন তথাগত রায়। সঙ্গে দাবি করেছেন, তাঁর লেখা বই পড়লে 'হিন্দু মেয়েদের প্রতি অনেক মুসলমান ছেলের অস্বাভাবিক আকর্ষণের কারণ বোঝা যাবে'।


    গত ১৯ ফেব্রুয়ারি 'ভ্লাদিমির আদিত্যনাথ' নামক এক প্রোফাইল একাধিক স্ক্রিনশট পোস্ট করে দাবি করেছিল, 'ইসলামপন্থী বাংলাদেশে একাধিক ব়্যাকেট চালানো হচ্ছে। সেখানে টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে সংখ্যালঘু হিন্দু মেয়েদের ফাঁসানো হচ্ছে।' ইসলামিক আর্মি নামক সেই টেলিগ্রাম পেজে দাবি করা হয়, হিন্দুদের 'যৌনদাসী' বানানো হচ্ছে।

    সেই পোস্টটি শেয়ার করে গত ২৭ ফেব্রুয়ারি 'বঙ্গানুবাদ মুসলিম শরিফ' নামক বই থেকে একটি পাতায় লাল কালি দাগিয়ে তা পোস্ট করেছিলেন তথাগত রায়। তাতে লেখা ছিল, 'কাহারও কোনও পরস্ত্রীকে দেখিয়া মনে যৌন কামনা জাগ্রত হইলে সে যেন তাহার স্ত্রী কিংবা ক্রীতদাসীর সঙ্গে মিলিত হয়'। সেই অনুচ্ছেদের নীচে লেখা ছিল - 'হুজুরে পার

    এদিকে হাদীসের পোস্টে টিপি বিশ্বাস নামে এক ব্যক্তি কমেন্ট করেন, 'স‍্যার, আমার তো মনে হয় সনাতনী মেয়েদের সাথে যৌনতা করার বিষয়ে সব মুসলিমদের একইরকম আগ্রহ রয়েছে।' আর তারপরই টিপি বিশ্বাসকে জবাবে তথাগত রায় লেখেন, 'প্রয়াত বাংলাদেশি সাহিত্যিক হুমায়ুন আজাদের দুটি বই 'পাক সার জামিন সাদ বাদ' ও 'মাতাল তরণী' পড়ুন। পড়লে হিন্দু মেয়েদের প্রতি অনেক মুসলমান ছেলের অস্বাভাবিক আকর্ষণের কারণ বোঝা যাবে। এর ফলেই আজাদকে ছোরা খেতে হয়েছিল, এবং তাতেই তাঁর মৃত্যু হয় ।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)