• শিক্ষাবন্ধুর অফিসে অগ্নিসংযোগে গ্রেপ্তার প্রাক্তনী
    প্রতিদিন | ০২ মার্চ ২০২৫
  • অর্ণব আইচ: শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উত্তেজনায় শিক্ষাবন্ধুর অফিসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার এক। ধৃত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। মহম্মদ শাহিল আলি নামের যুবক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী। বর্তমানে এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত তিনি। অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

    শনিবার যাদবপুর ক্যাম্পাসের ঘটনায় যাদবপুর থানায় উভয়পক্ষ ৫টি এফআইআর দায়ের করেছে। তার মধ্যে রয়েছে মন্ত্রীকে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা ও অগ্নিসংযোগের মামলা। সেই অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন ছাত্র মহম্মদ শাহিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে আদালতে পেশ করা হবে। অগ্নিসংযোগের মামলা ছাড়াও, একটি শ্লীলতাহানি, ছিনতাইয়ের ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করছে পুলিশ।

    শনিবার দফায় দফায় উত্তেজনার পর রাত ৯টা-সাড়ে ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা দেখেন শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে আগুন জ্বলছে। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল তা জানা যায়নি। কারা আগুন লাগায় তা নিয়েও ধোঁয়াশা ছিল। এই ঘটনার নেপথ্যে তৃণমূল বিরোধী কোনও ছাত্র সংগঠন থাকতে পারে সন্দেহ করছেন কেউ কেউ। এবার গ্রেপ্তার হলেন এক প্রাক্তন ছাত্র।
  • Link to this news (প্রতিদিন)