• হরিণঘাটায় লরি-অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় এক শিশু-সহ মৃত ৩, আহত ৪
    প্রতিদিন | ০২ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কল্যাণীর হরিণঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা। অ্যাম্বুল্যান্স ও লরির মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গিয়েছে তিনজনের। তাদের মধ্যে রয়েছে দুই মহিলা ও এক শিশু। গুরুতর আহত আরও ৪। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে কলকাতায় যাচ্ছিল। উলটো দিক থেকে ছুটে আসছিল ১২ চাকার একটি লরি। মুখোমুখি সংঘর্ষে বাধে। অ্যাম্বুল্যান্সটি দুমড়ে মুচড়ে যায়। লরিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। বাসিন্দারা প্রাথমিক উদ্ধার কাজে হাত লাগায়। খবর যায় পুলিশে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত ও মৃতরা প্রত্যেকেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পাকুর এলাকার বাসিন্দা। মৃতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। কী করে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। সব দিক খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)