• অ্যাম্বুল্যান্স-লরির ধাক্কা, ৩ জনের মৃত্যু, ভয়াবহ পথদুর্ঘটনা হরিণঘাটায়
    এই সময় | ০২ মার্চ ২০২৫
  • ভয়াবহ পথদুর্ঘটনা নদিয়ায়। লরির সঙ্গে অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো তিন জনের। মৃতদের মধ্যে দু’জন মহিলা, একজন পুরুষ। মৃত তিন জনই অ্যাম্বুল্যান্সের যাত্রী। গুরুতর আহত আরও চার জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুল্যান্সে করে সাত জন ঝাড়খণ্ডের পাকুড় থেকে কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। শনিবার গভীর রাতে নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বড় জাগুলিয়া সিমহাট এলাকায় এই ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে খবর, হরিণঘাটা-জাগুলিয়া উড়ালপুলের বাঁ দিক ধরে একটি ১২ চাকার লরি বারাসত থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। অন্য দিকে অ্যাম্বুল্যান্সটি ১২ নম্বর জাতীয় সড়ক ধরে কৃষ্ণনগরের দিক থেকে বারাসতের দিকে যাচ্ছিল। সেই সময় লরি ও অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষ হয়।

    একেবারে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। ঘটনাস্থলেই তিন জন মারা যান বলে খবর। এ দিকে এই ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধারকাজে এগিয়ে আসেন এলাকার লোকজন। অ্যাম্বুল্যান্সে রক্তাক্ত অবস্থায় আটকে থাকা আহত যাত্রীদের কোনও মতে উদ্ধার করে জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই লরির চালক ও খালাসি পলাতক।

  • Link to this news (এই সময়)