• পরীক্ষার্থীরা বাধা পেলে কড়া ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক শুরুর আগের দিন কড়া সতর্কবার্তা সিপির
    এই সময় | ০২ মার্চ ২০২৫
  • চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার ৩ মার্চ থেকে। এ দিকে যাদবপুরে শনিবারের ঘটনাকে সামনে রেখে সোমবারই একাধিক কর্মসূচির ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। তার জেরে যাতে কোনও ভাবেই পরীক্ষার্থীরা সমস্যায় না পড়েন, তা নিয়ে সতর্ক করলেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে সিপি জানান, এই পরীক্ষা পড়ুয়াদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের যেন কোনও রকম সমস্যা কিংবা বাধার মুখে না পড়তে হয়। কোথাও কোনও পরীক্ষার্থী যদি সমস্যায় পড়েন, আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে, পরীক্ষার্থীদের সুবিধার জন্য একটি হেল্পলাইন নম্বরও (9432610039) চালু করা হয়।

    শনিবার যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বাম ও অতি বাম ছাত্র সংগঠনগুলির সদস্যদের বিক্ষোভ, প্রতিবাদ এবং পরবর্তী ঘটনাক্রমকে সামনে রেখে সোমবার ৩ মার্চ একাধিক রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করা হয়েছে। যেমন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এইবি মোড় থেকে সোমবারই একটি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে সিপিআইএমএল। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছে জেলায় জেলায় নানা কর্মসূচির কথাও।

    এ দিন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানান, তাঁদের কাছে কোনও রাজনৈতিক সংগঠনই অনুমতি চেয়ে ইমেল করেনি। সোশ্যাল মিডিয়াতেই নানা কর্মসূচির কথা তাঁরা জানতে পারছেন। তবে যে হেতু সোমবার হাজার হাজার ছেলে মেয়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ একযোগে পরীক্ষার্থীদের নিরাপত্তায় ময়দানে থাকছে।

    এ দিন সিপি ছাড়াও সাংবাদিক সম্মেলনে ছিলেন রাজ্য পুলিশের এডিজি-আইজিপি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। তিনিও জানান, কোনও সমস্যায় পড়লেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানা, চোখের সামনে কর্তব্যরত পুলিশকে জানান। যদি বড় হেল্পলাইন নম্বর মনে না থাকলে ১০০ ডায়াল করুন। তিনি আশাবাদী কোনও রাজনৈতিক কর্মসূচির জন্য পড়ুয়াদের কোনও সমস্যায় পড়তে হবে না। যারা কর্মসূচি ডাকছে, তারাও যেন বিষয়টি মাথায় রাখে।

  • Link to this news (এই সময়)