আজকাল ওয়েবডেস্ক: স্থানীয় কয়েকজন খোশমেজাজে আড্ডা দিচ্ছিলেন। সব ঠিকঠাক ছিল। আচমকা মুহূর্তে বদলে যায় পরিস্থিতি।
কৃষ্ণনগর কালীনগর চ্যাটার্জি পুকুরের পাশে আচমকা দুষ্কৃতি হামলা এবং পরপর গুলি চালানোর অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, কয়েকজন আড্ডা দিচ্ছিলেন অন্যান্য দিনের মতোই। তার মাঝেই দুষ্কৃতি হামলা, চলল গুলি।
তবে যাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, তারা প্রাণে বেঁচে গিয়েছেন। হামলার মুহূর্তেই সেখান থেকে দৌড়ে গিয়ে প্রাণ বাঁচান তাঁরা। অল্পবিস্তর আহত হয়েছেন, তবে গুলি কারও শরীরে লাগেনি।
পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই এই হামলা। পুলিশ তিনজন কে সঙ্গে সঙ্গে আটক করেছে। ঘটনাটি ঘটে কোতোয়ালি থানার কৃষ্ণনগরের কালীনগর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, তিন রাউন্ড গুলি চালানো হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।