• পাড়ার কাকুর সঙ্গে মেলা দেখতে গিয়ে ভয়ানক পরিণতি দ্বিতীয় শ্রেণির ছাত্রীর, চাঞ্চল্য এলাকায় ...
    আজকাল | ০২ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মেলা দেখাতে নিয়ে যাওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ। নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে বড়ঞা থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা অজয় প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে কান্দি আদালতে পেশ করা হচ্ছে। সূত্রের খবর, যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টার ঘটনাটি শুক্রবার ঘটলেও নাবালিকার পরিবারের তরফ থেকে শনিবার রাতে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

    নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধে থেকে হঠাৎই ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। প্রায় ৪ ঘণ্টা পরে তাকে গ্রামের একটি রাস্তায় খুঁজে পাওয়া যায়। ওই নাবালিকার পরিবারের এক সদস্য জানান, 'আমাদের বাড়ির মেয়েকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি পাড়ার এক কাকু, অজয় প্রামাণিক নামে এক ব্যক্তি স্থানীয় একটি মেলা দেখাতে নিয়ে যাওয়ার নাম করে তাকে কোলে করে তুলে নিয়ে চলে গিয়েছিল।' নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, এরপর অন্ধকার একটি জায়গায় তাকে যৌন নির্যাতন এবং ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। 

    সূত্রের খবর, এরপর সেদিনই গোটা ঘটনাটি গ্রামের কিছু মোড়লকে জানানো হয় নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের তরফ থেকে। অভিযোগ উঠেছে যৌন নির্যাতনে অভিযুক্ত ব্যক্তি, নির্যাতিতার পরিবারকে ৫০০০ টাকার বিনিময়ে গোটা ঘটনাটি 'চেপে' যাওয়ার জন্য চাপ দেয়। যদিও নির্যাতিতার পরিবার টাকার বিনিময়ে ঘটনাটি 'চেপে' যেতে রাজি হয়নি। গ্রাম্য সালিশি সভায় বিচার না পেয়ে শনিবার রাতে নির্যাতিতার পরিবার বড়ঞা থানার দ্বারস্থ হয়।
  • Link to this news (আজকাল)