• গরমকালে রক্তের আকাল, স্থানীয়দের সুবিধার্থে রক্ত দিলেন ২০০ তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক ...
    আজকাল | ০২ মার্চ ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: গ্রীষ্মের শুরুতে রক্তের আকাল কিছুটা হলেও মেটাতে উদ্যোগী হল সুগন্ধা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা সাধন সাঁতরার স্মরণে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার সকালে পোলবা থানার অন্তর্গত গোটু ফুটবল ময়দানে আয়োজিত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। 

    উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি মনোজ চক্রবর্তী, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী, পোলবা দাদপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল, টিয়া পাত্র প্রমুখ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

    এদিন রক্তদান শিবির থেকে এদিন স্থানীয় ৩০টি ক্লাবের কর্মকর্তাদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। একইসঙ্গে সংবর্ধিত করা হয় তৃণমূল কংগ্রেসের প্রবীণ কর্মীদের। কলকাতার মানিকতলা ব্লাড ব্যাঙ্ক এবং চুঁচুড়া জেলা হাসপাতালের সহযোগিতায় উক্ত রক্তদান শিবিরে তৃণমূল কংগ্রেস কর্মী নেতা সমর্থক এবং সাধারণ মানুষ মিলিয়ে মোট ২০০ জন রক্তদান করেন।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)