আজকাল ওয়েবডেস্ক: বেসরকারি স্কুলের রেস্ট রুম থেকে উদ্ধার শিক্ষকের দেহ। কিন্তু খোঁজ মিলছে না শিক্ষকের পরিবারের লোকজনের।
স্ত্রীর ও মেয়ের খোঁজে বাড়ির তালা ভেঙে তল্লাশি চালাল পুলিশ। জানা গিয়েছে, ধূপগুড়ি পুর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বাসিন্দা অজয় ঘোষের বাড়িতে কয়েকবছর ধরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শিক্ষক অভিজিত নাথ। স্ত্রীর এবং মেয়েও থাকতেন ওই বাড়িতেই।স্থানীয়রা বলছেন, ওই বাড়ির গেট তালাবন্ধ, গত ৬ দিন ধরে তিনজনের কোনো খোঁজ নেই। এর মাঝেই জানা গিয়েছে দু’ দিন আগে শিলিগুড়ির হাতিয়াডাঙ্গার একটি বেসরকারি স্কুলের রেস্ট রুম থেকে শিক্ষক অভিজিত নাথের দেহ উদ্ধার হয়। তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
পড়শিরা খবর পেয়েই পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, ক্রমাগত ফোন বন্ধ পান। দীর্ঘদিন ঘর বন্ধ থাকায় পড়শিদের মনে সন্দেহ জাগে।বিষয়টি পুর প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং কে জানানো হলে তিনি ধূপগুড়ি থানায় ঘটনাটি জানান। রবিবার সকালে ধূপগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে ঘরে ঢোকা হয়। কিন্ত ঘরে কোনো কিছু মেলেনি।
প্রতিবেশী গৌতম মিত্র বলেন, কয়েকদিন ধরেই এদের খোঁজ মিলছে না। দু’ দিন আগে শিলিগুড়িতে ভাড়াটিয়া শিক্ষকের দেহ উদ্ধার করে পুলিশ ।কিন্ত এখনও স্ত্রীর এবং মেয়ের খোঁজ মেলেনি। পুরপ্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, আমার ওয়ার্ডের এক ভাড়াটিয়ার শিলিগুড়িতে দেহ উদ্ধার হয়। কিন্ত তাঁর স্ত্রীর এবং মেয়ের খোঁজ নেই।