রাজনৈতিক কর্মসূচির কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বিপদে পড়লে আইনানুগ ব্যবস্থা, জানাল পুলিশ
আজ তক | ০২ মার্চ ২০২৫
যাদবপুরে প্রতিবাদী পড়ুয়াদের উপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কনভয় চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এদিকে সোমবার থেকেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পথে বেরিয়ে বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পড়ুয়াদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সেজন্য সতর্ক পুলিশ।
রবিবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। পরীক্ষার্থীরা যাতে কোনও বাধা ছাড়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেদিকে নজর রাখবে প্রশাসন। ছাত্র-ছাত্রীদের সবরকমের সাহায্য করা হবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাফ জানিয়ে দেন মনোজ ভার্মা।
মনো ভার্মা বলেন, 'উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে যাবে। তারা রাস্তায় থাকবে। সেজন্য ট্রাফিক পুলিশকে বলা হয়েছে। ছাত্ররা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেদিকে বিশেষ নজর থাকবে। রাজনৈতিক অনুষ্ঠান হবে বলে শুনেছি। তবে শিক্ষার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় তা খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের অসুবিধে করা যাবে না। রাস্তা ঘেরাও করা যাবে না। তাহলে আইনানুগ ব্যবস্থা করা হবে।'
ছাত্র-ছাত্রীরা রাস্তায় অসুবিধেয় পড়লে তাঁরা হেল্পলাইনের সাহায্য নিতে পারে। সেই নম্বর হল ৯৪৩২৬১০০৩৯। এছাড়াও যে কোনও বিপদে ১০০-তে ডায়াল করতে পারবেন পড়ুয়ারা।
সাংবাদিক বৈঠকে উপস্থিত আর এক পুলিশ আধিকারিক জাভেদ শামিম জানান, সোমবার রাজনৈতিক কর্মসূচির কোনও খবর তাঁদের কাছে অফিশিয়ালি নেই। তবে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই খবর তাঁরা পেয়েছেন। সেজন্য আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ছাত্র-ছাত্রীদের কোনওরকম বাধার মুখে পড়তে হলে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে। সাফ জানান ওই পুলিশ কর্তা।
প্রসঙ্গত, শনিবার তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম বেঁধে যায়। SFI বিক্ষোভ দেখায়। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গাড়ি চাপা পড়ে আহত হন পড়ুয়াও। তারপর সোমবার রাজ্যজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান বনধের হুমকি দেয় ওই ছাত্র সংগঠন।