যাদবপুরকাণ্ডে দায়ের ৫ FIR, শিক্ষাবন্ধুর অফিসে অগ্নিসংযোগে গ্রেফতার প্রাক্তন ছাত্র
আজ তক | ০২ মার্চ ২০২৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক উত্তেজনার মাঝে শিক্ষাবন্ধুর অফিসে অগ্নিসংযোগের ঘটনায় এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম মহম্মদ শাহিল আলি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী এবং বর্তমানে এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
শনিবারের ঘটনার পর যাদবপুর থানায় মোট ৫টি এফআইআর দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে মন্ত্রীকে বাধা দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ। এছাড়াও, শ্লীলতাহানি, ছিনতাই ও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে আলাদাভাবে মামলা দায়ের হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে শিক্ষাবন্ধু সমিতির কার্যালয়ে আগুন দেখতে পান। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে, যারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও দোষীদের পরিচয় নিয়ে শুরুতে ধোঁয়াশা থাকলেও তদন্তে পুলিশ এক প্রাক্তন ছাত্রের যোগ খুঁজে পেয়েছে।
ঘটনার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে, তৃণমূল-বিরোধী ছাত্র সংগঠনগুলোর যুক্ত থাকার সন্দেহ করছে একাংশ। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ধৃতকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাবলি ঘিরে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।