• সোমবার শুরু উচ্চ মাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
    দৈনিক স্টেটসম্যান | ০২ মার্চ ২০২৫
  • সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের সুবিধায় সোমবার থেকে ১৮ মার্চ পর্যন্ত বিশেষ করে পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ নিগম।

    নবান্ন সূত্রের খবর, পরীক্ষার সূচি মেনে সোমবার থেকে ৮ মার্চ, ১০ থেকে ১৩ মার্চ, ১৭ ও ১৮ মার্চ বাড়তি বাসের ব্যবস্থা করা হচ্ছে। মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সকাল ৭টা ৪৫ মিনিট এবং ৮টা ১৫ মিনিটে শহরের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডগুলি থেকে ছাড়বে এই বিশেষ বাস। আবার পরীক্ষা শেষ হলে দুপুর ১টা ১৫ এবং ১টা ৪৫ মিনিটে একইভাবে মিলবে বাস পরিষেবা।

    এ বার পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে মোবাইল বা কোনওরকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে সে জন্য কেন্দ্রগুলিতে থাকছে মেটাল ডিটেক্টর। পাশাপাশি প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে সিসিটিভির ব্যবস্থা। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থী মোবাইল বা অন্য কোনও ইলেক্টনিক ডিভাইস নিয়ে ধরা পড়লে এ বছরের মতো তাঁর পরীক্ষা বাতিল হবে।

    প্রশ্ন ফাঁস রুখতে এ বছর পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খোলার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। পরীক্ষা শুরু হওয়ার ৫ মিনিট আগে প্রশ্নপত্র খোলা হবে। ঠিক সকাল ১০ টায় প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় টুকলি রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ হিসেবে চিহ্নিত করেছে সংসদ। এই কেন্দ্রগুলিতে বেশি করে নজরদারি চালানো হবে। তবে সব কেন্দ্রকেই নজরদারির আওতায় আনা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)