• হুগলিতে দুর্ঘটনার কবলে কুম্ভফেরত পুণ্যার্থীদের বাস, জখম ২৪
    দৈনিক স্টেটসম্যান | ০২ মার্চ ২০২৫
  • মহাকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ল বাস। তবে নয়ানজুলিতে জল ছিল না। হুগলির দাদপুর থানার সোমসারা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। ৬০ জন পুণ্যার্থী নিয়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে মহাকুম্ভে গিয়েছিল বাসটি। রবিবার সকাল ৯টা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কে থেকে পাশের শুকনো নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। ওই দুর্ঘটনায় অন্তত ২৪ জন যাত্রী জখম হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হুগলি (গ্রামীণ)-এর অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি প্রিয়ব্রত বক্সি। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

    প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাস চালক ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেও নিয়ন্ত্রণ হারায় বাসটি। পুলিশ সূত্রে খবর, বাস উল্টে এক শিশু-সহ ২৪ জন আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ধনিয়াখালি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। আহতদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর হওয়ায় চুঁচুড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের। স্থানীয় সূত্রে খবর, বর্ধমানের দিক থেকে কলকাতা যাচ্ছিল যাত্রিবাহী বাসটি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি রাস্তার মাঝে উল্টে যায় বাসটি।

    এর আগে ২৬ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের গলসির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপরেই দুর্ঘটনার কবলে পড়েছিল পুণ্যার্থীদের গাড়ি। ওই ঘটনায় গাড়ির চালক-সহ ২৭ জন জখম হয়েছিলেন। তার আগে গত ২৫ ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল মহাকুম্ভগামী বাস। বাংলা–ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ডুবুরডিহি চেকপোস্টের কাছে নিয়ন্ত্রণ হারায় বাসটি। সেই দুর্ঘটনায় ২৫ জন যাত্রী জখম হয়েছিলেন। এর আগেও বাংলার বেশ কয়েকটি গাড়ি প্রয়াগরাজে যাওয়া এবং আসার পথে দুর্ঘটনার কবলে পড়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)