• বিরাট সুখবর পর্যটকদের জন্য! দার্জিলিংয়ে পৌঁছনোর নতুন ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের...
    ২৪ ঘন্টা | ০২ মার্চ ২০২৫
  • প্রদ্যুৎ দাস: উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সুগম করতে এবার একটি নতুন ট্রেন চালু করতে চলেছে রেল দফতর। জলপাইগুড়ি থেকে শিয়ালদহগামী এই নতুন ট্রেনটি খুব শীঘ্রই তার যাত্রা শুরু করবে।

    রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার স্বাক্ষরিত এক নির্দেশিকায় জানানো হয়েছে যে, জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহের মধ্যে ১৯টি কামরা নিয়ে একটি সাপ্তাহিক ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। সাংবাদিক সম্মেলন করে এই খবর জানান জলপাইগুড়ির সাংসদ ড. জয়ন্তকুমার রায়। দিনের বেলায় ও সন্ধ্যায় জলপাইগুড়ি থেকে কলকাতা পর্যন্ত কয়েকটি ট্রেন চলাচল করলেও রাতের দিকে কোন‌ও ট্রেন না থাকায় সমস্যা হচ্ছিল যাত্রীদের। এজন্য রেল দফতরের কাছে দীর্ঘদিন ধরেই একটি নতুন ট্রেন চালু করার দাবি ছিল জলপাইগুড়ির সাধারণ মানুষের। অবশেষে স্থানীয় মানুষের সেই দাবি পূরণ করতে চলেছে রেল দফতর। 

    খুব শীঘ্রই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নতুন এই ট্রেনটি চালু করা হবে বলে জানান জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়। তিনি বলেন, জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত ১৯টি কামরা নিয়ে চলবে এই ট্রেন‌টি। এই ঘোষণায় খুবই খুশি ট্রেনযাত্রীরা।

    খুশি পর্যটকেরা, পাহাড়প্রেমীরা। কেননা, এই ট্রেন প্রকারান্তরে ট্যুরিস্টদের হাতেই ট্রেনের অপশন আরও বাড়িয়ে দিল। আরও সহজে তাঁরা এবার উত্তরবঙ্গে ঢুকতে পারেবেন এবং সেখান থেকে বেরোতে পারবেন। জলপাইগুড়ি থেকে চলবে এই ট্রেন। আর জলপাইগুড়িকে তো অনায়াসে 'গেটওয়ে অফ নর্থবেঙ্গল' বলাই চলে। এখানে পৌঁছে এখান থেকে দার্জিলিং সিকিম ছাড়াও যাওয়া যায় আরও নানা গন্তব্যে।

  • Link to this news (২৪ ঘন্টা)