অস্ত্র-সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার সোনারপুর থানার পুলিশের
প্রতিদিন | ০২ মার্চ ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। দীর্ঘদিন ধরে তারা গা ঢাকা দিয়েছিল বলে খবর। ধৃত দুজনের নাম আবদুল হাকিম মোল্লা ও আদিত্য দাস। এই দুষ্কৃতীদের গ্রেপ্তার, বড় সাফল্য বলেই মনে করছে পুলিশ।
জানা গিয়েছে, আবদুল হাকিম মোল্লা কুখ্যাত দুষ্কৃতী। তার বিরুদ্ধে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল বসিরহাট থানার পুলিশ। আদিত্য দাসের বিরুদ্ধেও পুলিশের খাতায় একাধিক নাম রয়েছে। উত্তর ২৪ পরগনা থেকে তারা দুজনে দক্ষিণ ২৪ পরগনার প্রসাদপুর এলাকায় গা ঢাকা দিয়েছিল। সোনারপুর থানার পুলিশের কাছে এই খবর কানে আসে।
শনিবার রাতে পুলিশ ভাঙড় বর্ডার লাগোয়া প্রসাদপুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাদের পাকড়াও করা হয়। ধৃতরা কি ওই এলাকাতেও কোনও কুকর্ম করার জন্য ঘাঁটি গেড়েছিল? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। তাদের থেকে একটি ওয়ান সাটার পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। তাদের আজ রবিবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে।