যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে এসএফআই। বিশ্ববিদ্যালয় চত্বরে তাঁদের কর্মীরা নিগ্রহের শিকার। সেই ঘটনার প্রেক্ষিতেই রবিবার বেলায় প্রতিবাদ মিছিল বার করে এসএফআইয়ের বর্ধমান শাখা। বর্ধমানের এসএফআইয়ের জেলা সম্পাদক ঊষশী রায়চৌধুরীর নেতৃত্বে মিছিল বার হয়। বর্ধমান স্টেশন থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল।
পারকাস মোড় এলাকায় মিছিল এলে পুলিশ তাঁদের পথ আটকায়। বর্ধমান থানার আইসি দিব্যেন্দু বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিল। ওই এলাকাতেই রাজ্যের শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ানোর চেষ্টা করেন তাঁরা। পুলিশ তাঁদের বাধা দেয়। শুরু হয়ে যায় অশান্তি। নিমেষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশ ও এসএফআই কর্মীদের হাতাহাতি শুরু হয়ে যায়। ধুন্ধুমার পরিস্থিতিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আয়ত্বে আনতে একসময় লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই উত্তপ্ত পরিস্থিতি ছিল।
শেষপর্যন্ত বিক্ষোভকারীদের এলাকা থেকে ঘটিয়ে দেয় পুলিশ। ঘটনায় তাঁদের তিনজন জখম হয়েছেন বলে দাবি এসএফআই নেতৃত্বের। মহিলা পুলিশ ছিল সেখানে ছিল না। পুরুষ পুলিশের হাতে এসএফআইয়ের মহিলা কর্মীদের হেনস্তা হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।