• বাঁকুড়ায় গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি
    প্রতিদিন | ০২ মার্চ ২০২৫
  • অসিত রজক, বিষ্ণুপুর: পঞ্চায়েতে ড্রেন তৈরিকে কেন্দ্র করে বিবাদ! চলল গুলি। আহত তৃণমূলের বুথ সভাপতি। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম নাসিম শেখ। তিনি চকাই গ্রামের বুথ সভাপতি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসাধীন তিনি।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে এলাকায় ড্রেন তৈরির কাজ চলছে। তা নিয়ে একদল দুষ্কৃতী বাঁধা দেয়। প্রশাসনের তরফে ড্রেন তৈরির কাজ সাময়িক বন্ধ রাখা হয়। তারপর বিকেলের দিকে আবার ড্রেন তৈরির জন্য খোঁড়াখুঁড়ি শুরু হয়। এরপরই সন্ধ্যার দিকে একদল দুষ্কৃতী চড়াও হয়। সেকেন্দার খান নামের এক দুষ্কৃতী বন্দুক বার করে গুলি ছুড়তে শুরু করে বলে অভিযোগ। অভিযোগ, মোট ২ রাউন্ড গুলি চালানো হয়েছে। এরমধ্যে একটি গুলি লাগে তৃণমূলের নাসিম শেখের পেটে। এছাড়াও সংঘর্ষে বেশ কয়েকজন জখম হন। তাঁদের মধ্যে দুজনকে সোনামুখী ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    গুলিবিদ্ধ বুথ সভাপতি নাসিম শেখ বলেন, “একটি ড্রেন নির্মাণ এ কাজ চলছিল। সেটা ওরা বেআইনিভাবে করতে চেয়েছিল। আমি বাধা দিই। তাহিমুদ্দিন হাজারি ওরফে ডেয়ার হাজারির নেতৃত্বে কয়েকজন হামলা চালায়। আগেও আমাকে অনেকবার প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে।”

    বিষ্ণুপুর সাংগঠনিক বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, “তৃণমূল মানেই কাটমানি, দুর্নীতি, কীভাবে নিম্নমানের কাজ করে টাকা লুট করা যায়। আর এসব নিয়েই তাঁদের মধ্যেই অশান্তি। গুলি চালানোর বিষয় এটা নতুন কিছু নয়। পুলিশ ঠিকঠাক ভাবে যদি কাজ করে তাহলে, ওদের কাছ থেকে অনেক আগ্নেয়াস্ত্র পাবে।”

    এ বিষয়ে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন, “চাকাই গ্ৰামে স্থানীয় পিয়ারবেড়া গ্ৰাম পঞ্চায়েতর তরফে একটি ড্রেন মঞ্জুর হয়। সেই ড্রেনটি কোন দিকে যাবে এই নিয়ে সমস্যা তৈরি হয়। তা নিয়ে মারপিট হয়েছে।” বিষ্ণুপুর এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, “চাকাই গ্ৰামে মারপিটের ঘটনা ঘটে। একজন জখম হয়েছে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)