অস্ত্র নিয়ে দাপাদাপি, একাধিক ব্যক্তিকে কোপ! কৃষ্ণনগরে গ্রেপ্তার ৩ কুখ্যাত দুষ্কৃতী
প্রতিদিন | ০২ মার্চ ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: অস্ত্র নিয়ে দাপাদাপি। ধারালো অস্ত্র নিয়ে একাধিক ব্যক্তিকে কোপ। শনিবার রাতে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগরের কালীনগরে। ঘটনার তদন্তে নেমে তিন অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ-প্রশাসনের এই পদক্ষেপে খুশি সাধারণ বাসিন্দারা। ধৃত তিনজনই কুখ্যাত দুষ্কৃতী বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কালীনগর চ্যাটার্জি পুকুরের পাশের একটি জায়গায় এলাকারই কিছু মানুষ গল্পগুজব করছিলেন। সেসময় কয়েকজন দুষ্কৃতী সেখানে গিয়ে তাঁদের উপর হামলা চালায়। বাইক ভাঙচুর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে একাধিক ব্যক্তিকে কোপ মারা হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্ত্র নিয়ে রীতিমতো দাপাদাপি চলতে থাকে ওই এলাকায়।
এলাকার বাসিন্দারা একসময় তাদের ধরার জন্য একজোট হয়ে রাস্তায় নামেন। ওই দুষ্কৃতীদের তাড়া করা হয়। সেসময় এলাকার বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কিছু সময়ের পরে ওই এলাকা ছাড়ে তিন দুষ্কৃতীরা। কালীনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পর শুরু হয় তদন্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুষ্কৃতীরা অস্ত্র নিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচচ্ছে। বিভিন্ন জায়গায় শুরু হয় তল্লাশি অভিযান।
রবিবার সকালে পুলিশ ওই তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের থেকে অস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর। ধৃতদের এদিন আদালতে তোলা হয়েছে। কিন্তু কী কারণে এই ঘটনা? দুই পাড়ার মধ্যে পুরনো বিবাদের জেরেই এই হামলা বলে প্রাথমিক অনুমান করছেন তদন্তকারীরা।