• চোপড়ায় আসামি ‘ছিনতাই’য়ে গ্রেপ্তার ৫, পুরুষশূন্য গোটা গ্রাম, বসল না হাটও
    প্রতিদিন | ০২ মার্চ ২০২৫
  • শংকরকুমার রায়, রায়গঞ্জ: শনিবার প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ। ধুন্ধুমার বেঁধে যায় চোপড়ার কালিকাপুর এলাকায়। রবিবার থমথমে এলাকা। গ্রাম প্রায় পুরুষ শূন্য। রবিবারে দাসপাড়ায় হাট থাকলেও দেখা নেই ক্রেতা, বিক্রেতার। গ্রামে মোতায়েন পুলিশ। এদিকে পুলিশের হাত থেকে আসামিকে ‘ছিনতাই’য়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পেশ করা হবে।

    রবিবার গ্রামজুড়ে নিঃশব্দতা! অনেক কম ব্যবসায়ী হাটে এসেছেন। বন্ধ রয়েছে গ্রামের দোকানগুলিও। মুদিখানা থেকে মিষ্টি এমনকী বন্ধ অনেক ওষুধের দোকানও। অভিযুক্ত মুজিবর রহমানের বাড়ির সদস্যরাও বাড়ি ছেড়েছেন। তাঁদের দেখা মেলেনি।

    এদিকে কালকের ঘটনায় পুলিশ ২৭ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গভীর রাতের দিকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পলাতক আসামি খোঁজে তল্লাশি চালাচ্ছে। অনুমান, অভিযুক্ত ভিনরাজ্যে পালিয়ে গিয়ে থাকতে পারে।

    শনিবার মাদক পাচার থেকে অস্ত্রপাচারের অভিযোগে চোপড়ার চুটিয়াখোর পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মুজিবর রহমানকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। কিন্তু পুলিশের চোখ এড়িয়ে বাড়ির পিছন দিয়ে বাঁশবন টপকে পুকুরে ঝাঁপ দেয় সে। এই সময় পুলিশকে তীব্র বাধার মুখে পড়তে হয়। অভিযোগ, এলাকার মহিলারা তাদের ঘিরে ফেলে সরকারি কাজে বাধা দেয়। মুজিবরকে পুকুর থেকে তুলে পুলিশের ভ্য়ানে তোলার চেষ্টা করতেই ফের পিঠটান দেয় সে। এই সময়ও স্থানীয় মহিলারা তাকে ‘গার্ড’ করছিল বলে খবর। এরপর ধানখেত ধরে ছুটতে থাকে অভিযুক্ত। পুলিশও তাড়া করলেও তাকে আর ধরতে পারেনি। গ্রামবাসীরা রীতিমতো তাকে ‘ছিনিয়ে’ নিয়ে যায় বলে অভিযোগ। খোঁজে তল্লাশি চলছে।
  • Link to this news (প্রতিদিন)