যে গাড়িতে করে ব্রাত্য যাদবপুরের পড়ুয়াকে পিষে দিয়েছেন তার মালিক কুণাল ঘোষ: SFI
হিন্দুস্তান টাইমস | ০২ মার্চ ২০২৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে গাড়ি ছাত্রকে পিষে দিয়েছিল তার মালিক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ! এমনই দাবি করল SFI. অনলাইনে থাকা তথ্যপ্রকাশ করে তাদের দাবি, গাড়িটি পলিউশন ফেল।
শনিবার ব্রাত্য বসুর যে গাড়ি যাদবপুরের পড়ুয়াকে চাপা দিয়েছিল তার নম্বর ছিল WB25L7195. সরকারি বাহন পোর্টাল সার্চ করে দেখা যাচ্ছে গাড়িটির মালিকের নামের যে ইঙ্গিত সেখানে দেওয়া রয়েছে তা কুণাল ঘোষ হলেও হতে পারে। বলে রাখি, বাহন পোর্টালে গাড়ির মালিকের সম্পূর্ণ নামের উল্লেখ থাকে না। কয়েকটি অক্ষর বাদ দিয়ে প্রকাশ করা হয় নাম। এছাড়া গাড়িটির পলিউশন সার্টিফিকেটের মেয়াদ ২৩ ডিসেম্বর ২০২৪ সালে ফুরিয়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে পোর্টালে। এই তথ্য উল্লেখ করে SFIএর দাবি, ব্রাত্য বসুর গাড়ি দূষণ ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
একই সঙ্গে শনিবারের ঘটনার জন্য শিক্ষামন্ত্রীকেই দায়ী করেছে SFI. তাদের দাবি, ছাত্রছাত্রীরা কোনও হিংসা করেননি। উলটে শিক্ষামন্ত্রীর গাড়িই এক ছাত্রকে পিষে দিয়েছে।
বলে রাখি, শনিবার যে গাড়িতে করে ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠনের অনুষ্ঠানে যোগদান করতে গেছিলেন তাতে লেখা ছিল পশ্চিমবঙ্গ সরকার। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ সরকারের কাছে কি কুণাল ঘোষের গাড়ি ভাড়া খাটে?