SFI ধর্মঘটে ‘অ্যাকশনে নামবে পুলিশ,’ উচ্চমাধ্য়মিকের জন্য চালু হল হেল্পলাইন
হিন্দুস্তান টাইমস | ০২ মার্চ ২০২৫
যাদবপুর কাণ্ডের প্রতিবাদে ইতিমধ্য়েই আন্দোলনে নেমে পড়েছে এসএফআই। বিভিন্ন জায়গায় মিছিল, অবরোধ শুরু হয়ে গিয়েছে। আবার ৩ মার্চ উচ্চমাধ্যমিকের প্রথম দিন ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এসএফআইয়ের তরফে। কিন্তু ওইদিনই উচ্চমাধ্য়মিকের প্রথম পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের মধ্য়ে এনিয়ে কিছুটা উদ্বেগ রয়েছেই।
তবে ধর্মঘট বা এসএফআইয়ের রাজনৈতিক কর্মসূচির জেরে পরীক্ষার্থীরা যদি কোথাও সমস্যায় পড়েন তবে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। রবিবার সাংবাদিক বৈঠকে এনিয়ে মুখ খোলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
তিনি জানিয়েছেন, ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষাকেন্দ্রে সঠিকভাবে যেতে পারে। আসতে পারে। সেটা দেখা হবে। রাজনৈতিক কর্মসূচি নিয়ে বলে দিচ্ছি পড়ুয়াদের যাতে কোনওরকম সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে। কোনওরকম রাস্তা অবরোধ বা অন্যরকমভাবে পড়ুয়াদের যদি কোথাও কোনও সমস্য়া হলে আমরা আইনগত ব্য়বস্থা নেব। হেল্পলাইন নম্বরও জানিয়ে দিয়েছেন তিনি।
সেই হেল্পলাইন নম্বরটি হল, 9432610039 এই নম্বরে ফোন করতে পারেন। পরীক্ষার্থীরা কোথাও কোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করতে পারেন। পুলিশ ব্যবস্থা নেবে।
সেই সঙ্গেই রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, ১০০ ডায়ালে ফোন করতে পারেন। আমরা আশা করি এই ইস্যুটা মাথায় রাখবেন যারা রাজনৈতিক কর্মসূচি কালকে রেখেছেন। রাজ্য পুলিশ এলাকায় কোথাও যাতে বাধা না হয়। কারোর যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা হবে। ১০০ নম্বরে ডায়াল করবেন। সবথেকে কাছের থানা থেকে সহায়তা পাবেন। যতটুকু হেল্প করার দরকার সবটা করা হবে। অত্যন্ত সিরিয়াসলি এটা দেখছি আমরা। এটা পড়ুয়াদের ভবিষ্যতের ব্যাপার। কাল পর্যাপ্ত পুলিশ থাকবে। ট্রাফিক বিভাগও সক্রিয় থাকবে। রেলস্টেশন ও বাসস্টপ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি যে ব্যবস্থা করা হয়েছে অত্যন্ত সহায়ক হবে। কিয়স্কে সিভিক ভলান্টিয়ার সহ রাজ্য পুলিশের যারা থাকবেন তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
মনোজ ভার্মা বলেন, ৩রা মার্চ কিছু সংগঠন কিছু রাজনৈতিক কর্মসূচির কথা জানিয়েছে। আমরা সবটাই জেনেছি সোশ্য়াল মিডিয়ার মারফত।
তিনি বলেন, যাদবপুর নিয়ে ২টো মামলা পুলিশ সুয়োমোটো করেছে। সব মিলিয়ে ৭টা মামলা হয়েছে। শিক্ষাবন্ধুদের অফিসে হামলার ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। কারা জড়িত রয়েছে তা দেখা হচ্ছে। যাদবপুরের কাছাকাছি সহ সর্বত্র পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা থাকবে। ট্রাফিকের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।
তবে এসএফআই জানিয়েছেন, সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা হবে।