• ‘মমতা ছাড়া কিছু বুঝি না’ তৃণমূল বাবার SFI ছেলে আহত যাদবপুরে, রইল 'অমৃত' কথা
    হিন্দুস্তান টাইমস | ০২ মার্চ ২০২৫
  • যাদবপুর কাণ্ডে আহত হয়েছেন অভিনব বসু। তিনি এসএফআই করেন।  হাওড়ার সাঁকরাইলের ঝোড়হাট এলাকার বাসিন্দা তিনি। কম্পিটিটিভ লিটারেচার নিয়ে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করছেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল অভিনবের বাবা অমৃত বসু সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি। আসলে বাবা তৃণমূলের দাপুটে নেতা আর ছেলে করে এসএফআই। 

    এবার যাদবপুর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন অভিনবর বাবা অমৃত বসু। 

    'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর যে পূর্ব পরিকল্পিত হামলা হয়েছে তার তীব্র ভাষায় নিন্দা করছি। আমার ফেসবুক পোস্টে আমি এর প্রতিবাদ জানিয়েছি। ঘটনার পরেই আমি ফেসবুক পোস্টে আমি প্রতিবাদ জানিয়েছি। যে ব্যাপারটা আপনাদের কৌতুহল যে অভিনব বসু আমার পুত্র। করোনাকালের পর থেকে অভিনব বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে। ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত আছে। আমার সঙ্গে রাজনৈতিক মতাদর্শ ওর মেলে না। এনিয়ে বিবাদও হয়েছে আমার সঙ্গে। ও মোটামুটি ঘরেও আসে না। একটা মেসে থাকে। ওর যাবতীয় পড়াশোনার খরচ স্কলারশিপের টাকায় চালায়। আমার সঙ্গে ওর কোনওরকম এই মুহূর্তে সম্পর্ক নেই। কালকে ওর সামান্য আঘাত পেয়েছে। আমার কাছে যা খবর আছে যে ও সুস্থ আছে। ভালো আছে।  আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আদর্শে বিশ্বাসী। ছাত্র জীবনে ছাত্র পরিষদ। তারপর যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ১৯৯৭ সাল থেকে। তৃণমূলই আমার পরিবার। তৃণমূলের সমস্ত কর্মী সকলেই আমার পরিবারের  সদস্য। মমতা বন্দ্যোপাধ্য়ায় ছাড়া কিছু বুঝি না। আমি যখন মারা যাব তখন আমার দেহের ওপর যেন তৃণমূলের পতাকাটা থাকে। আমি কী হারে তৃণমূলকে ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ভালোবাসি। সাংগঠনিক সভাপতি হিসাবে কীভাবে মানুষের পাশে থাকি। তীব্র নিন্দা করছি এই ঘটনার। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আইন তাদের শাস্তি দিলে সেটা মনে হয় দরকার। ভারত গণতান্ত্রিক দেশ। যাদবপুরে শুধু বাম-অতিবামেরা থাকবে এরা থাকবে আর কেউ থাকবে না, পূর্ব নির্ধারিত ওয়েবকুপার সম্মেলন ছিল। শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার জন্য আইনের রক্ষকদের অনুরোধ করব। আমি দলের সঙ্গে আছি। তৃণমূল আমার স্বপ্ন। আমার ছেলের সঙ্গে এই মুহূর্তে কোনও সম্পর্ক নেই। ছেলের সঙ্গে দীর্ঘদিন কোনও কথা হয় না। ছেলে বাড়িতে আসে না। আমি অনেক বুঝিয়েছিলাম। আমার ছেলেও যদি দোষী হয় তার শাস্তি পেলে মাথা নত করে নেব। বাবা তো আর ছেলেকে বলেনি যে গাড়ির উপর হামলা করো। ছেলের কাজের জন্য তো আমি দায়ী নয়। যাদবপুরে মাথা ওয়াশ করিয়ে এই সব কাজ হয়…'দাবি অমৃত বসুর। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)