• মমতার ভুয়ো ভোটারের দাবি খারিজ করল নির্বাচন কমিশন, বলল সবাইকে দেওয়া হবে…
    হিন্দুস্তান টাইমস | ০২ মার্চ ২০২৫
  • একই নম্বরে একাধিক এপিক কার্ড জারির কথা স্বীকার করে নিলেও ভুয়ো ভোটারের অভিযোগ খারিজ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার কমিশনের তরফে জারি এক প্রেস বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। একই নম্বরে একাধিক এপিক কার্ড থাকা মানেই ভুয়ো বা নকল ভোটার নয়। তবে সমস্ত ভোটারকে আলাদা নম্বরের ভোটার কার্ড দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

    নির্বাচন কমিশনের জারি করা বিবৃতির প্রথম লাইনেই লেখা হয়েছে, নির্বাচন কমিশন ব্যাখ্যা দিচ্ছে যে এপিক নম্বরের পুনর্ব্যবহার হওয়া মানেই সে নকল বা ভুয়ো ভোটার নয়। সংখ্যার একই সিরিজের দুটি আলাদা রাজ্যে ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। প্রত্যেক ভোটার যাতে আলাদা নম্বরের এপিক পায় তা নির্বাচন কমিশন নিশ্চিত করবে।

    কমিশনের তরফে আরও জানানো হয়েছে, এপিক এক হলেও তাদের প্রত্যেকের অন্যান্য তথ্যে কোনও মিল নেই। ঠিকানা, বিধানসভা ও ভোটগ্রহণ কেন্দ্র সবই আলাদা। এপিক নম্বর যাই হোক না কেন, নির্দিষ্ট ভোটার শুধুমাত্র নির্দিষ্ট বুথেই ভোট দিতে পারবেন।

    গত বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভা থেকে নথি দেখিয়ে একই এপিক নম্বরে পশ্চিমবঙ্গের সঙ্গে অন্য রাজ্যেও ভোটার নথিভুক্ত রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে কারচুপি করে এই ভুয়ো ভোটারদের নাম অনলাইনে ভোটার তালিকায় তুলেছে। ভোটের সময় এদের ট্রেনে করে এনে ভোট দেওয়াবে তারা। এর পরই গোটা রাজ্যে এই ধরণের সমস্ত ঘটনা চিহ্নিত করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন মমতা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)