যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’-র অফিসে আগুন লাগানোর ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক প্রাক্তনীকে। ধৃতের নাম মহম্মদ সাহিল আলি। সাহিল বীরভূমের মহম্মদবাজারের ছেলে। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগে হতবাক পরিবার থেকে শিক্ষকেরা।
শনিবার ওয়েবকুপার বার্ষিক সম্মেলনকে কেন্দ্র উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষামন্ত্রীর গাড়িতে ইট, গাড়ি ঘেরাও, চাকার তলায় ছাত্রের রক্তাক্ত হওয়ার অভিযোগ ঘিরে দুপুর থেকেই অশান্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। সেই অশান্তির রেশ ধরেই রাতে ‘শিক্ষাবন্ধু’-র অফিসে আগুন লাগানো হয়।
ঘটনার তদন্তে নেমে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মহম্মদ সাহিল আলিকে গ্রেপ্তার করে পুলিশ। সাহিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী। তিনি বর্তমানে একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। গল্ফ গ্রিনের বিজয়গড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকেন মহম্মদবাজারের সাহিল।
ছেলের এই গ্রেপ্তারির খবর সংবাদমাধ্যমে জানতে পারেন বলে দাবি করেন সাহিলের বাবা নৌসাদ আলি। নৌসাদ একজন পাথর ব্যবসায়ী। নৌসাদ জানান, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ছেলের সঙ্গে কথা হয়। এর পর থেকে আর ছেলেকে ফোনে পাচ্ছিলেন না। এমনকী রবিবার সকালেও কথা বলতে পারেননি ছেলের সঙ্গে, মোবাইল ফোনের সুইচ অফ বলছিল।
নৌসাদ বলেন, ‘আমার ছেলে পড়াশোনায় খুব ভালো। কোনও দিন কোনও খারাপ কাজের রেকর্ড ওর নেই। চার বছর যাদবপুরে পড়েছে। বিটেক পাশ করে এখন আইটি কোম্পানিতে চাকরি করে। কী ভাবে কী হলো, এখন এখান থেকে আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয়। তবে এ টুকু বলতে পারি, এই ধরনের কাজে আমার ছেলে যুক্ত থাকতে পারে না। আমার ছেলে শুধু মেধাবীই নয়, সমাজের নানা ভালো কাজে ও যুক্ত।’
সাহিল কাঁইজুলি হাইস্কুলের ছাত্র। একেবারে বারো ক্লাস পাশ করে সেখান থেকে বেরোন। সাহিলকে পড়িয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ইমামুল হক। তিনিও বিশ্বাস করতে পারছেন না, সাহিল এ রকম ঘটনায় যুক্ত। সূত্রের খবর, সাহিল ডেমোক্রেটিক ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা DYSA-এর সমর্থক। বিনয় সিং নামে একজনের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাঁকে।
প্রসঙ্গত, শিক্ষাবন্ধুর অফিসে ভাঙচুরের ঘটনায় ১৮ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। যাদবপুরের গোটা ঘটনায় অভিযোগের সংখ্যা ৭। এর মধ্যে ২টি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ, জানিয়েছেন কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা।