সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। ঠিক তার আগে, এক পরীক্ষার্থীর একের পর এক ঘটনায়, উদ্বিগ্ন পরিবারের লোকজন। চুঁচুড়ার কাপাসডাঙা এলাকার ঘটনা। প্রথমে বাড়ি ছেড়ে চলে যাওয়া। পুলিশ ধরে বেঁধে বাড়িতে ফেরালে আত্মহত্যার চেষ্টা। শুক্রবার থেকে রবিবার, একের পর এক ঘটনাক্রমে কার্যত হতবাক এলাকার লোকজনও। আপাতত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই পরীক্ষার্থীকে।
অভিযোগ, গত শুক্রবার বিকাল ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় উচ্চ মাধ্যমিকের ওই পরীক্ষার্থী। সারা রাত বাড়ি না ফেরায় শনিবার চুঁচুড়া থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে পরিবার। ওই ছাত্রের পরিবারের দাবি, লেখাপড়ায় সে ভালো। টেস্টে ভালো নম্বরও পেয়েছে। তার পরও পরীক্ষার আগেও এই ঘটনা।
শুক্রবারের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর চুঁচুড়া পুলিশ ওই ছাত্রের ফোনের লোকেশন ট্র্যাক করে রবিবার চুঁচুড়ার গঙ্গা লাগোয়া ঘুটিয়াবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে। গঙ্গার ধারে একটি মন্দিরের কাছে ঘাটে তাকে বসে থাকতে দেখা যায়। সেখান থেকেই তাকে উদ্ধার করে পুলিশ।
এ দিকে ওই পরীক্ষার্থীকে পুলিশ বাড়িতে ফিরিয়ে দিয়ে যাওয়ার পরই আরেক কাণ্ড ঘটায় সে। বাড়ি গিয়ে তুঁতে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। হঠাৎই বমি করতে থাকায় সন্দেহ হওয়ায় মা, বাবা জিজ্ঞাসা করে। তখন সবটা জানায়। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছে। পরীক্ষার আগে অনেক পড়ুয়ার মধ্যেই একটা ভীতি কাজ করে। তা থেকে অনেকে ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলে। কিন্তু এ ক্ষেত্রে এ রকম কিছু ঘটেছে কি না, তা পরিবারের কাছে স্পষ্ট নয়।