জমির চরিত্র বদল করে তা প্রোমোটারের কাছে বিক্রিতে মদত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। রবিবার ওই তৃণমূল ব্লক সভাপতির বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। রবিবার মেদিনীপুরের ডেবরায় এই ঘটনা ঘটে। অভিযোগ, প্রভাব খাটিয়ে জমির চরিত্র বদল করে তা বিক্রি করে দেওয়া হচ্ছে। আর তাতে মদত দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ কর। এ দিন দুপুরে বালিচকে তাঁর বাড়ি ঘেরাও করেন আদিবাসী সম্প্রদায়ের লোকজন। যদিও তখন প্রদীপ বাড়িতে ছিলেন না। পরে সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। জানান, সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
আন্দোলনকারীদের মুখ বিজয় হেমব্রম জানান, প্রভাব খাটিয়ে তাঁদের জমির চরিত্র বদল করে প্রোমোটারদের বিক্রি করে দিচ্ছেন প্রদীপ কর। প্রশাসনের কাছেও অভিযোগ জানিয়েছেন। তাতে কাজ না হলে বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন।
এ দিকে এ দিন এই ঘটনায় বালিচক এলাকায় অশান্তির আবহ তৈরি হয়। ডেবরা থানার পুলিশ হাজির হয় সেখানে। বিকালে সাংবাদিক সম্মেলন করে প্রদীপ কর বলেন, ‘এই ধরনের কোনও বিষয়ই নেই। যদি জমি সংক্রান্ত বিষয় হয়, তবে তো বিএলআরও-র কাছে যাবেন। রাজনৈতিক বিষয় নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইলে বলুন। এই সমস্ত চক্রান্ত বন্ধ করে কথা বলতে আসুন, কথা বলব।’
পরে প্রদীপ কর জানান, দলেরই কারও মদতে এ দিন এমনটা হয়েছে। প্রশ্ন তোলেন, ‘জমির চরিত্র এ ভাবে তিনি কী করে বদলাবেন? প্রদীপ কর বলেন, কার মদতে কী হচ্ছে সব জানি। নেতৃত্বকে জানাব।’