বসিরহাটে বাড়িতে ঢুকে তৃণমূল যুব নেতাকে কোপ, গ্রেপ্তার মূল অভিযুক্ত
প্রতিদিন | ০৩ মার্চ ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল যুব নেতাকে কোপানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম ইব্রাহিম সর্দার। বসিরহাট এলাকার তৃণমূল যুব নেতা আবদুল কাদের মোল্লার উপর হামলা চালিয়েছিল ওই ব্যক্তি। বসিরহাট থানার শাকচূড়া-বাগুণ্ডি গ্রাম পঞ্চায়েতের সোলাদানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দল আবদুলের বাড়িতে হানা দিয়েছিল। তৃণমূল যুব নেতা-সহ তাঁর মা, স্ত্রী ও ছয় বছরের বাচ্চাকে বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথারি কোপানো হয়। বাড়ির সদস্যদের চিৎকার, আর্তনাদে ছুটে আসেন আশপাশের প্রতিবেশীরা। সেসময় দুষ্কৃতীরা পালানোর জন্য পাঁচ রাউন্ড গুলিও ছোঁড়ে।
তৃণমূল যুব নেতাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আর জি কর মেডিক?্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করে বসিরহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সোলাদানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজই ধৃতকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের খোঁজ করা হবে। বেআইনি অস্ত্র কোথায় রাখা হয়েছে? সেসবও জানার চেষ্টা করছে পুলিশ।
কিন্তু কেন ওই হামলা চালানো হয়েছিল? আক্রান্ত নেতার অভিযোগ, কিছু দিন আগে বাঁশঝাড়ি এলাকায় একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা হচ্ছিল। তিনি বাধা দেন। স্থানীয় পঞ্চায়েতের সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি প্রতিবাদ করেন। যারা জমি দখল করার চেষ্টা করছিলেন, তাঁরাই এই হামলার পিছনে রয়েছেন বলে মনে করছেন তিনি।