আর জি কর খুন ও ধর্ষণ মামলায় ১১ পুলিশকর্মীকে তলব সিবিআইয়ের, চলতি সপ্তাহেই জিজ্ঞাসাবাদের সম্ভাবনা
প্রতিদিন | ০৩ মার্চ ২০২৫
অর্ণব আইচ: আর জি কর খুন ও ধর্ষণ মামলায় এবার কলকাতা পুলিশের ১১ জন আধিকারিককে তলব করল সিবিআই। ঘটনার দিন টালা থানা ও আর জি কর হাসপাতালের ফাঁড়ির এই ১১ জনই ডিউটিতে ছিলেন বলে খবর। অতিরিক্ত চার্জশিট পেশের আগে এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।
গত আগস্ট থেকে আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। ইতিমধ্যেই মূল দোষী সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ওই মামলায় ধৃত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলেও তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে জামিন পেয়েছেন দু’জনই। পরবর্তীতে সিবিআই আদালতে জানায়, তাঁরা অতিরিক্ত চার্জশিট পেশ করবে। চার্জশিট পেশ করার আগেই এবার টালা থানা ও আর জি কর হাসপাতালের ফাঁড়ির ১১ জন পুলিশকর্মী ও আধিকারিককে জেরা করতে চান সিবিআই আধিকারিকরা। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের দিন এই ১১ জন পুলিশকর্মী ও আধিকারিক ডিউটিতে ছিলেন। তাঁদের কয়েকজন ছিলেন টালা থানায়। বাকিরা আর জি কর ফাঁড়িতে।
সূত্রের খবর, ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্ট এই ১১ পুলিশ কর্মীর সঙ্গে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল একাধিকবার ফোনে ও সামনাসামনি কথা বলেছিলেন। তিনি ও সন্দীপ ঘোষ তাঁদের বিভিন্ন নির্দেশও দেন। এই নির্দেশগুলি অতিরিক্ত চার্জশিটের জন্য গুরুত্বপূর্ণ। তাই চার্জশিট পেশের আগে তাঁদের বয়ানকে গুরুত্ব দিচ্ছে সিবিআই। মূলত সোমবার ও মঙ্গলবার ওই পুলিশকর্মী ও আধিকারিকদের সিবিআই জেরা করবে। এরপর সিবিআইয়ের পক্ষে এই সপ্তাহ বা পরের সপ্তাহের মধ্যে শিয়ালদহ আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করা হতে পারে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ওই চার্জশিটে দুই অভিযুক্ত সন্দীপ ও অভিজিৎ ছাড়াও অন্য কারও নাম রাখা যেতে পারে কি না, সেই ব্যাপারেও আলোচনা চলছে বলে জানিয়েছে সিবিআই।