অর্ণব আইচ: ভুয়ো জন্মের শংসাপত্র দিয়ে পাসপোর্ট তৈরি করতে চেয়েছিলেন এক যুবক। কিন্তু শেষরক্ষা হল না। ধরা পড়তেই লক্ষ্মণ কুমার নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুয়ো ভোটার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই সঙ্গে নথি জাল করে বাংলাদেশের বাসিন্দারা ভারতে ঘাঁটি গড়তে চাইছে, এই অভিযোগও আসছে প্রতিদিনই। এরই মাঝে ভুয়ো বার্থ সার্টিফিকেট ব্যবহার করে পাসোপোর্ট তৈরি করতে গিয়ে পুলিশের জালে আবেদনকারী। কলকাতা পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পশ্চিম বন্দর থানা এলাকার বাসিন্দা এই লক্ষ্মণ পাসপোর্টের জন?্য আবেদন করেছিলেন। নিয়ম মেনে তাঁকে নথি যাচাইয়ের জন্য ডাকা হয়। সেখানেই প্রকাশ্যে আসে আসল তথ্য।
নথি যাচাইয়ের সময় জানা যায়, ওই যুবকের জন্মের সংশাপত্রটি ভুয়ো। ওই সার্টিফিকেটটি নাকি বিহার থেকে তৈরি করা হয়েছিল। বিষয়টি জানাজানি হতেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। তবে এর সঙ্গে আর কে বা কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির পিছনে উদ্দেশ্য কী ছিল। এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃতকে জেরা করলেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা।