সবে মার্চ পড়েছে। তাতেই রোদের তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে পৌঁছে গিয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। ঝাড়গ্রামের পর্যায়ে না গেলেও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোয় ইতিমধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে সূর্যদেব। মেদিনীপুর (৩৬.৪ ডিগ্রি), পানাগড় (৩৬.১), কলাইকুণ্ডা (৩৫.৮), আসানসোল (৩৫.২) বুঝিয়ে দিচ্ছে, এ বার গরম লম্বা দৌড়ের ঘোড়া।
গত কয়েক বছরে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নিয়ম করে নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছে। এ বারও মার্চ থেকেই জ্বালা-পোড়া শুরু।
শুধু পশ্চিমাঞ্চলের জেলাগুলিই নয়, রবিবার কলকাতার সঙ্গে গায়ে গা লাগিয়ে থাকা দমদম ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়ে বুঝিয়ে দিল আগামী কয়েক মাসের পরিস্থিতি ২০২৪–এর চেয়ে মোটে ভালো হবে না। ২০২৪–এ দক্ষিণবঙ্গ এপ্রিল ও মে মিলিয়ে টানা ২২ দিন ভয়াবহ তাপপ্রবাহে পুড়েছিল। এ বার কি মার্চ থেকেই সেই পর্ব শুরু হতে চলেছে? আশঙ্কা সব মহলেই।
আবহবিদরা মনে করছেন, এ বছর শীতের মরশুমে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়নি। তার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কমে গিয়েছে। এই কারণেই তাপমাত্রার এ হেন বেলাগাম বৃদ্ধি।