• পূর্ব মেদিনীপুরে আরও একটি সমবায়ে জয় তৃণমূলের, খাতাই খুলতে পারল না বিজেপি
    এই সময় | ০৩ মার্চ ২০২৫
  • পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক সমবায় নির্বাচনে জয় শাসক দলের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী বিজেপি। কাঁথির যশাবিশা- হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব ক’টি আসন জিতে নিল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। জেতার পর সবুজ আবির খেলায় মাতলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। 

    রবিবার কাঁথি- ৩ ব্লকের যশাবিশা- হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সমবায়ের মোট আসন সংখ্যা ১২টি। নির্বাচনে সবক’টি আসন দখল করেছে তৃণমূল। একটি আসনেও খাতা খুলতে পারেনি বিজেপি ও সিপিএম। 

    জানা গিয়েছে, এই সমবায়ে আগে সর্বদলীয় বোর্ড ছিল। রবিবারের নির্বাচনের জন্য তৃণমূল ও বিজেপি সবক’টি আসনে প্রার্থী দেয়। তবে সিপিএমের তরফ থেকে ৬টি আসনে প্রার্থী দেওয়া হয়। এই সমবার কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। যা বর্তমানে তৃণমূলের দখলে। ফলে তৃণমূলের পঞ্চায়েত এলাকায় সমবায় দখলে বাড়তি অক্সিজেন পাচ্ছে তৃণমূল কংগ্রেস। 

    সমবায়ের মোট ভোটার সংখ্যা রয়েছে ৩৭৩ জন। যার মধ্যে ভোট দিয়েছেন ৩০১ জন। তৃণমূলের জয় নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশ বেজ বলেন, ‘এই জয় বাংলার সমবায়ী মানুষের জয়। আগামী দিনে যেখানেই নির্বাচন হবে তৃণমূল জিতবে।’

  • Link to this news (এই সময়)