• ২৪ ঘণ্টা পরেও ‘ছিনতাই’ হয়ে যাওয়া অভিযুক্তকে ধরতে ব্যর্থ পুলিশ! তবে পাঁচ মহিলা ধৃত চোপড়ায়
    আনন্দবাজার | ০৩ মার্চ ২০২৫
  • উত্তর দিনাজপুরে ফের আক্রান্ত পুলিশ। সম্প্রতি গোয়ালপোখরে পুলিশকর্মীদের উপরে গুলি চালিয়ে পালিয়েছিলেন বিচারাধীন বন্দি। পরে পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ তাঁর মৃত্যু হয়। এ বার অস্ত্র মামলায় জড়িত অভিযোগে পঞ্চায়েতের প্রাক্তন সদস্য তৃণমূলের মুজিবর রহমানকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময়ে হামলা হয়েছে পুলিশের উপর। ধস্তাধস্তি করে ওই অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পালানোরও অভিযোগ উঠেছে চোপড়ায়। সেই সময় শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়। শনিবার সকালে সেই ঘটনার পর ২৪ ঘণ্টা কাটলেও ‘ছিনতাই’ হয়ে যাওয়া ওই অভিযুক্তকে এখনও ধরতে পারল না পুলিশ। তবে পুলিশকর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ মহিলাকে।

    পুলিশ সূত্রের খবর, মুজিবর চুটিয়াখোড় পঞ্চায়েতের কালিকাপুর সংসদের তৃণমূলের প্রাক্তন সদস্য। সূত্রের দাবি, অস্ত্র মামলায় ধৃত এক দুষ্কৃতী জেরায় দাবি করেছেন যে, মুজিবর তাঁকে অস্ত্র দিয়েছিলেন এক সময়ে। এর পরেই শনিবার বেলা ১১টা নাগাদ কালিকাপুর গ্রামে যায় চোপড়া থানার পুলিশ। বাড়ি থেকে মুজিবরকে ধরা হয়। অভিযোগ, তাঁকে গাড়িতে তোলার পরেই স্থানীয় কিছু বাসিন্দা বাধা দেন। সেই সময়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে মুজিবরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।

    খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ থাপা বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। মুজিবরের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ‘ওয়ান শটার’, দু’রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু তির ও ধনুক উদ্ধার করে পুলিশ।

  • Link to this news (আনন্দবাজার)