রামপুরহাট বিদ্যুতের সাবস্টেশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। অভিযোগ, সেখানে গভীর রাতে চুরি করতে গিয়েছিলেন তিনি। তাঁর এক সঙ্গী ভুল করে বিদ্যুতের সুইচ চালিয়ে দেওয়ায় এই বিপত্তি। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ এলাকায় খোঁজ করছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ২টো নাগাদ কয়েক জন প্রবেশ করেছিলেন সাবস্টেশনে। উদ্দেশ্য ছিল ইনসুলেটর চুরি করা। মৃত যুবক যখন ইনসুলেটর খুলতে শুরু করেছিলেন, তখন ভুলবশত বিদ্যুতের সুইচ টিপে দেন তাঁর এক সঙ্গী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় যুবকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় রামপুরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। যদিও মৃতের বাকি সঙ্গীরা এখন পর্যন্ত ধরা পড়েননি। তাঁদের খোঁজ করছে পুলিশ।