বেশ কয়েক মাস ধরেই সরকারি বিভিন্ন প্রকল্পের নানা জিনিসপত্র চুরির অভিযোগ আসছিল। দুই সন্দেহভাজন যুবককে চোখে চোখেই রেখেছিল পুলিশ। দু’দিন আগে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাখা জল জীবন মিশন প্রকল্পের প্রায় ৭ কুইন্টাল লোহার পাইপ চুরি হয়। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। রবিবার ভোররাতে ওই দুই যুবক সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতে এলাকায়।
জানা গিয়েছে, গত দু-তিন দিন ধরে খাজরা গ্রাম পঞ্চায়েত এলাকায় জল জীবন মিশন প্রকল্পের বিভিন্ন জিনিসপত্র চুরি হচ্ছিল। শুক্রবার রাতে গিলাগেড়িয়া এলাকার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাখা বেশ কয়েক কুইন্টাল লোহার পাইপের মধ্য থেকে প্রায় ৭ কুইন্টাল পাইপ চুরি হয়ে যায়। শনিবার বিষয়টি জানাজানি হওয়ার পরই গ্রামবাসীরা ক্ষুব্ধ হন।
গ্রামবাসীরা এলাকার কয়েকজন নেশাগ্রস্ত যুবককে সন্দেহ করছিলেন। তাদের মধ্যে দুই যুবক অবশ্য পুলিশের নজরেও ছিল। শনিবার কেশিয়াড়ি থানায় খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী নায়েক লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওই এলাকা থেকে ৫ যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেওয়া হলেও, দুপুর নাগাদ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
ধৃত চার যুবক - বিবেকানন্দ ভূঁইয়া, শ্রীনাথ মুর্মু, দীপক জানা ও তাপস জানা। বিবেকানন্দ ও শ্রীনাথের নাম এর আগেও নানা চুরির ঘটনায় উঠে এসেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বেশিরভাগ সময়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং নানা দুষ্কৃতীমূলক কাজকর্ম করে। ইতিমধ্যেই তাদের কাছ থেকে বেশ কিছু তার এবং লোহার পাইপ উদ্ধার হয়েছে। বাকি লোহার পাইপ তারা কোথায় পাচার করেছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করে তা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বলে জানানো হয়েছে।