• আজ শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষা দিতে যাওয়ার আগে যা জানা জরুরি
    আজ তক | ০৩ মার্চ ২০২৫
  • Higher Secondary 2025: আজ শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher secondary Examination 2025)। এবার পরীক্ষায় নকল করা রুখতে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে মোবাইল বা কোনরকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ কর‍তে না পারে তার জন্য এই বছর রাজ্যের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসানো হবে মেটাল ডিটেক্টর। মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির পরই পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার অনুমতি পাবে।

    সংসদ সূত্রে খবর, এ বছরও উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন। গত বছর যেখানে পরীক্ষার্থী ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। এবার সেই সংখ্যাটা ৫ লক্ষ ৯ হাজারের কাছাকাছি। রেজিস্ট্রেশন করিয়েও পরীক্ষায় বসছেন না ৫৫ হাজারের বেশি পড়ুয়া। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যুক্তি ২০২৩ সালে মাধ্যমিকে পাস করেছিল প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার পড়ুয়া। সেই কারণেই এবার উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

    জানা যাচ্ছে, রাজ্যে এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২০৮৯টি। যার মধ্যে ১৩৬টি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে সংসদের তরফে। আর এই সব কেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা সংসদ রাখছে বলে জানা যাচ্ছে। এমনকী পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারিতে ব্যবহার করা হবে সিসি ক্যামেরাও। মোতায়েন করা হবে অতিরিক্ত পরীক্ষক। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে,কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। 

    সকাল ১০ টা থেকে শুরু হবে পরীক্ষা। ৯ টার মধ্যে পরীক্ষার্থীদের পৌঁছে যেতে হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুধু তাই নয়, প্রশ্নপত্র খোলা হবে বলে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে। দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য বিশেষ কিছু পদক্ষেপের আশ্বাস দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পাহাড়ের রাস্তায় কোনওভাবে যাতে পরীক্ষার সময় যানজটের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। যদি পরীক্ষা কক্ষে বা পরীক্ষায় ভেনু্যুতে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনও বিশেষ ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সব বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে এবছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। 

    পরীক্ষা পরিচালনা করতে কী বন্দোবস্ত?

    এবছরই প্রথম অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম থাকছে।

    প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর।

    প্রত্যেক ভেন্যুতে অন্তত দুটি করে সিসি ক্যামেরা থাকবে।

    এবার প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খোলা যাবে না। প্রশ্নের প্যাকেট খোলা হবে হলে পরীক্ষার্থীদের সামনে।

    প্রশ্নপত্রের উপরে থাকবে ইউনিক সিরিয়াল নম্বর।

    উত্তরপত্রে সেই সিরিয়াল নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে। 


     
  • Link to this news (আজ তক)