• রাজ্যস্তরের দৌড়ে দ্বিতীয়স্থান নালাগোলার ছোট্ট লক্ষ্মীর
    বর্তমান | ০৩ মার্চ ২০২৫
  • মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: রাজ্যস্তরের দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে জেলার নাম উজ্জ্বল করল সাত বছরের পড়ুয়া। কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ৪০ তম রাজ্য বার্ষিক ক্রীড়া হয়। বিভিন্ন জেলার পড়ুয়াদের মধ্যে মালদহের বামনগোলা ব্লকের নালাগোলা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী লক্ষ্মী হালদার ৭৫ মিটার দৌড়ে দ্বিতীয় হয়। রবিবার পুরস্কার নিয়ে বাড়ি ফিরেছে লক্ষ্মী। তাকে নিয়ে উচ্ছ্বাসে ভেসে যান  পরিবারের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয়রা। নালাগোলায় বাস থামতেই লক্ষ্মীকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। বাজনা বাজিয়ে বাড়িতে নিয়ে যান সকলে মিলে। প্রথমে গ্রাম পঞ্চায়েত, সার্কেল, জোন, জেলা ও তারপর রাজ্য স্তরে খেলা হয়েছে। ধাপে ধাপে সব বাধা টপকে সফল হয়েছে লক্ষ্মী। 


    ছোট্ট লক্ষ্মীর কথায়, হবিবপুর ও বামনগোলা ব্লক থেকে তিনজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। একমাত্র আমি দৌড়ে দ্বিতীয় হয়েছি। খুব ভালো লাগছে। 


    ছোট্ট মেয়ের এমন কৃতিত্বে আত্মহারা বাবা তপন হালদার। মেয়েকে কোলে  নিয়ে বাজনার তালে নাচতে থাকেন তিনি। পেশায় জেলে তপনবাবু বলেন, মেয়ে ভালো দৌড়তে পারে। তিন, চারমাস ধরে সকালে মাঠে দৌড় করাতে নিয়ে যেতাম। ভবিষ্যতে আরও প্রাক্টিস করাব এবং বড় প্রতিযোগিতার জন্য তৈরি করব।


    লক্ষ্মীর কৃতিত্বে গর্বিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। নালাগোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার সরকার বলেন, মাত্র সাত বছর বয়সে এত বড় সাফল্য অর্জন করেছে আমাদের ছাত্রী। আমরা গর্বিত ও ওর উজ্জল ভবিষ্যৎ প্রার্থনা করছি। বিদ্যালয় থেকে সবরকম সাহায্য করা হবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)