সংবাদদাতা, উলুবেড়িয়া: শীতলা পুজো উপলক্ষ্যে বনভোজনের এলাহী আয়োজন হল শ্যামপুরের বাছরি গ্রামে। শনিবার গ্রামের মা বিশালাক্ষী মাঠে শতাব্দী প্রাচীন এই বনভোজনে কয়েক হাজার মানুষ অংশ নেয়। বসন্তের শুরুতে নানা রোগের হাত থেকে বাঁচতে প্রতি বছর এই সময়ে শ্যামপুরের সুলতানপুর গ্রামে শীতলা মায়ের পুজো হয়। বাছরি গ্রামের বাসিন্দাদের বক্তব্য, গ্রামবাসীরা প্রথমে সুলতানপুরে মায়ের কাছে পুজো দেন। এরপর ফিরে গ্রামের বিশালাক্ষী মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়। এরপর সকলে বনভোজনে অংশ নেন। তাতে প্রতিটি পরিবার থেকে নিরামিষ রান্না করে নিয়ে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেন।
বিশালাক্ষী মন্দির কমিটির সদস্য শান্তনু বিশ্বাস জানান, সব গ্রামের পুজো প্রথমে সুলতানপুরে যায়। সেখানে মায়ের পুজো দিয়ে আসার পর এখানে এসে সবাই বাড়ি থেকে আনা রান্না খাবার খান। তবে এই রান্নায় অন্ন জাতীয় কিছু থাকে না। ফাল্গুন মাসের তিথি অনুযায়ী এই পুজো হয়। এই বনভোজনে গ্রামের বাসিন্দাদের আত্মীয়স্বজন ও পাশের গ্রামের বাসিন্দারাও অংশ নেন। গ্রামের এই বনভোজনকে কেন্দ্র করে একটা মিলনক্ষেত্র হয়ে ওঠে বিশালাক্ষীতলা। নিজস্ব চিত্র