• মাঝেরহাট স্টেশনে সিগন্যালের সমস্যা, উচ্চ মাধ্যমিক শুরুর দিন দেরিতে চলছে ট্রেন
    এই সময় | ০৩ মার্চ ২০২৫
  • মাঝেরহাট স্টেশনে রেলের সিগন্যাল বিভ্রাট। সূত্রের খবর, সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে মাঝেরহাট স্টেশনে থাকা স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা দেখা গিয়েছিল। এর ফলে ম্যানুয়াল সিগন্যালের মাধ্যমে ট্রেন চালায় পূর্ব রেল। ৮ টা ৪৮ মিনিট পর্যন্ত ম্যানুয়াল ব্যবস্থায় ট্রেন চালানো হয়। এর ফলে ধীর গতিতে চলছিল ট্রেন। পৌনে ৯টা নাগাদ এই ত্রুটি মেরামত করা হয়। এর ফলে শিয়ালদহ-বজবজ লাইনে পরিষেবা ব্যাহত হয় সাময়িক ভাবে। পরিষেবা স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।

    এ দিকে এ দিন থেকেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ওই শাখায় ট্রেনের সমস্যা হলে ভোগান্তি পোহাতে হতে পারে বহু পড়ুয়াকে। পূর্ব রেলের তরফে জানানো হয়, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সমস্ত পদক্ষেপ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)