• দিঘাকে একাধিক অংশে ভেঙে নজরদারির সিদ্ধান্ত উন্নয়ন পর্ষদের
    এই সময় | ০৩ মার্চ ২০২৫
  • এই সময়, দিঘা: অনিয়ম ঠেকাতে দিঘাকে একাধিক জ়োনে ভাগ করে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। আগামী ২৯ এপ্রিলে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে দিঘাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে উন্নয়ন পর্ষদ। তবে শুধু সাজানোই নয়, দিঘায় হোটেল ও টোটো ভাড়া, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আলো, ড্রেনেজ, রাস্তা জবরদখল— সব কিছুর সমাধানে দিঘা শহরকে ১০টি জ়োনে ভাগ করে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উন্নয়ন পর্ষদ।

    পর্ষদের পরিসংখ্যান অনুসারে, বিশেষ বিশেষ দিন ছাড়া অন্য দিনগুলিতে দিঘায় প্রতিদিন গড়ে ৩-৪ হাজার মানুষ বেড়াতে আসে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় ও পরে পর্যটকদের ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে।

    সেই ভিড়ের কথা মাথায় রেখে দিঘার নিরাপত্তা ব্যবস্থা ও ট্র্যাফিক ব্যবস্থারও সংস্কার করছে প্রশাসন। দিঘার হোটেল নিয়ে দীর্ঘদিনের অভিযোগ, ভিড়ের দিনগুলিতে হোটেলের ভাড়া লাফিয়ে লাফিয়ে বাড়ে। ৪০০ টাকার রুম ভাড়া বেড়ে দাঁড়ায় দ্বিগুণের বেশি।

    একই ভাবে টোটো চালকেরাও মর্জিমতো ভাড়া দাবি করে বসেন। চার–পাঁচ জন যাত্রী ছাড়া যেতে চান না টোটো চালকেরা। হোটেলের বাড়তি ভাড়া না নেওয়ার জন্যে পর্ষদ ও পুলিশ প্রশাসন একাধিকরার বৈঠক করলেও পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়নি তা স্বীকার করে নিয়েছেন পর্ষদ কর্তৃপক্ষ।

    সে কারণে নজরদারি বাড়াতে ও চটজলদি সমস্যার সমাধান ও উন্নত পরিষেবার জন্যে পর্যটন শহরকে একাধিক জ়োনে ভাগ করা হচ্ছে বলে জানিয়েছেন উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস।

    তিনি বলেন, ‘প্রতিটি জ়োনের দায়িত্বে থাকছেন পর্ষদের কর্মীরা। পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা কোনও সমস্যায় পড়লে বা পরিষেবা নিয়ে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    তিনি আরও বলেন, ‘অতিরিক্ত হোটেল ভাড়া কিংবা হোটেলের পরিষেবা নিয়ে পর্যটকরা দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ওয়েবসাইটে দেওয়া নম্বরে সরাসরি অভিযোগ জানাতে পারেন।’ তিনি জানান, পর্ষদের একটি বিশেষ টিম হোটেলগুলিতে সারপ্রাইজ় ভিজ়িট চালায় নিয়মিত। বাস ভাড়া ও টোটো ভাড়া নিয়ন্ত্রণে খুব তাড়াতাড়ি বৈঠকে বসা হবে।

  • Link to this news (এই সময়)