শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে হল 'মেটাল ডিটেক্টর' দিয়ে পরীক্ষা
আজকাল | ০৩ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোমবার ৩ মার্চ শুরু হল উচ্চ মাধ্যমিক ২০২৫। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা সময়েই প্রবেশ করছেন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ‘মেটাল ডিটেক্টর’ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয় পরীক্ষার্থীদের।
রাজ্যের এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। চলতি বছর উচ্চ মাধ্যমিকে ৬২টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে। আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল, পরীক্ষাকেন্দ্রে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়লে এ বছরের মতো তাঁর পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। পরীক্ষায় নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। পরীক্ষা কেন্দ্রের কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ‘মেটাল ডিটেক্টর’ দিয়ে চেকিং করা হচ্ছে।
সংসদ আগেই জানিয়েছে, ২০৮৯টি জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ। তারপরেও যদি কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়ে তবে তাঁর পরীক্ষা বাতিল করা হবে বলে কড়া নির্দেশ জারি করেছে সংসদ।