• এই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস, মার্চেই হাঁসফাঁস গরমের সম্ভাবনা
    আজ তক | ০৩ মার্চ ২০২৫
  • মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গের পারদে খানিকটা চড়েছে। পরবর্তী তিন দিনের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় কোন বড় পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এর পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরবর্তী ২ দিনের মধ্যে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

    পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও পরবর্তী ৫ দিনের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। সোমবার উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

    আজ কলকাতায় কত তাপমাত্রা থাকবে?
    কলকাতায় দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, রাজ্যের কোথাও কোনও বৃষ্টিরও সম্ভাবনা নেই। আগামী দু’দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

    উত্তরবঙ্গের আবহাওয়া
    নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে। উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মোটের ওপর সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দার্জিলিংয়ে হালকা তুষারপাত ও বৃষ্টি হতে পারে। 

    দক্ষিণবঙ্গের আবহাওয়া
    আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। তবে মার্চের মাঝামাঝি সময়েই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই হতে পারে।

    অন্যদিকে উত্তর ভারতে পশ্চিম হিমালয়ে বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে। ২৬ ফেব্রুয়ারি ভারী বৃষ্টি এবং তুষারপাত হয়। ফেব্রুয়ারির শেষ পর্যন্ত বেশিরভাগ পার্বত্য রাজ্যে তীব্র বৃষ্টিপাতের ঘাটতি ছিল। জম্মু, হিমাচল থেকে পঞ্জাব পর্যন্ত ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
     
  • Link to this news (আজ তক)