• পুলিশে ভরসা নেই, যাদবপুরে কেন্দ্রীয় নিরাপত্তা চায়ে হাইকোর্টে মামলা
    হিন্দুস্তান টাইমস | ০৩ মার্চ ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় নিরাপত্তার দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এদিন জোড়া মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন করা হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।


    পড়তে থাকুন - 'হিন্দু ধর্মকে শেষ করতে পারবেন না,' ঔরঙ্গজেবের কথা টেনে মমতাকে আক্রমণ হিমন্তের

    জানা গিয়েছে, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির পর সেখানে পঠনপাঠনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পুলিশি নিরাপত্তার আবেদন জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীরা আবেদনে জানিয়েছেন, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিরপেক্ষ ছিল না। তাই ছাত্রছাত্রী, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের নিরাপত্তা স্বার্থে সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা করা হোক। বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকুক কেন্দ্রীয় বাহিনীর পিকেট। আবেদন শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। একই সঙ্গে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশের ভূমিকা নিয়ে পৃথক মামলা হয়েছে বলে জানা গিয়েছে। মামলায় পুলিশের বিরুদ্ধে অপদার্থতা ও পক্ষপাতদুষ্টতার অভিযোগ আনা হয়েছে।


    বলে রাখি, শনিবার তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠককে কেন্দ্র করে তুলকালাম বাঁধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওই সভায় যোগদান করতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবিতে আগে থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন বাম ও অতিবাম ছাত্ররা। ব্রাত্যবাবু পৌঁছলে বিক্ষোভ চরম আকার নেয়। এমনকী শিক্ষামন্ত্রীর কনভয়ের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এমনকী শিক্ষামন্ত্রীকে শারীরিক নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এর পর শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের চাপা দিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় অন্তত ২ জন ছাত্র আহত হয়েছেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)