বিজেপি ক্ষমতায় এলে ১ ঘণ্টায় নকশালমুক্ত করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওদিকে বিজেপি দেশের বহু বিশ্ববিদ্যালয় থেকে নকশালদের তাড়িয়েছে বলে দাবি করে নিজেদের ওঝার সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
পড়তে থাকুন - 'হিন্দু ধর্মকে শেষ করতে পারবেন না,' ঔরঙ্গজেবের কথা টেনে মমতাকে আক্রমণ হিমন্তের
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ ও তার পরে শিক্ষামন্ত্রীর ছাত্রদের গাড়ি চাপা দিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ঘটনার প্রতিবাদে সোমবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে SFI ও DSO. তারই মধ্যে যাদবপুরে বাম চরমপন্থী রাজনীতির বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘জনগণ পুলিশটাকে বিজেপির হাতে দিয়ে দিক, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সোজা হয়ে গেছে। জেএনইউ অনেকটা সোজা হয়ে গেছে। এটা করতেও বেশিক্ষণ লাগবে না। যোগীজি, হিমন্ত বিশ্বশর্মার ফরমুলাতে এক ঘণ্টা লাগবে এদের সোজা করতে।’
ওদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘এরকম অনেক নকশালপন্থী সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রয়েছে। যারা ভারতের সংবিধান মানে না। ভারতের বর্তমান কাঠামোকে মানে না। এদেরকে তো জিইয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সরকারে আসবে ২০২৬এ, তার পরে আর এরা বেঁচে থাকবে না। দিল্লি বিশ্ববিদ্যালয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয় থেকে এদের বিদায় করেছি, ওসমানিয়া ইউনিভার্সিটি এক সময় এই নকশালদের গড় ছিল। এখন খুঁজে পাওয়া যায় না। বিজেপি হচ্ছে এদের ওঝা।’