• সপ্তাহের প্রথম কাজের দিনই সিগন্যাল বিগড়ে থমকাল ট্রেনের চাকা
    হিন্দুস্তান টাইমস | ০৩ মার্চ ২০২৫
  • সপ্তাহের প্রথম কাজের দিন সকালে সিগন্যাল বিভ্রাটে ব্যহত হল শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল। মাঝেরহাট স্টেশনে সিগন্যাল বিগড়ে যাওয়ায় বেশ কিছুক্ষণ থমকে রইল ট্রেনের চাকা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন এই বিভ্রাটে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামে রেল। ফলে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি।


    পড়তে থাকুন - 'হিন্দু ধর্মকে শেষ করতে পারবেন না,' ঔরঙ্গজেবের কথা টেনে মমতাকে আক্রমণ হিমন্তের


    জানা গিয়েছে সোমবার সকাল ৭টা ৩৫ মিনিট নাগাদ মাঝেরহাট স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় বিভ্রাট ধরা পড়ে। ফলে বন্ধ হয়ে যায় শিয়ালদা - বজবজ শাখায় ট্রেন চলাচল। কিছুক্ষণ বন্ধ থাকার পর পেপার সিগন্যালে ট্রেন চলাচল শুরু হলেও ট্রেন চলে অস্বাভাবিক দেরিতে। ওদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামেন শিয়ালদা ডিভিশনের কর্মী ও ইঞ্জিনিয়াররা। ঘণ্টাখানেকের মধ্যে সমস্যার সমাধান করেন তাঁরা। ফের শুরু হয় স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল। তবে ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক ট্রেন দেরিতে চলছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)