• কয়েকদিনেই তাপমাত্রার বাড়বাড়ন্ত! বসন্তেই হাঁসফাঁস অবস্থা, কী বলছে আবহাওয়া অফিস?
    ২৪ ঘন্টা | ০৩ মার্চ ২০২৫
  • অয়ন ঘোষাল: উত্তরবঙ্গে আজ থেকে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণে স্বাভাবিকের ওপরেই তাপমাত্রা। আপাতত ৪ দিন তাপমাত্রা খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। 

    সিস্টেম

    দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। রাজস্থান ও উত্তরপ্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত । উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।

    দক্ষিণবঙ্গে


    দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে। সকালে হালকা কুয়াশা উপকূলের জেলায়। আপাতত পরিষ্কার আকাশ। আগামী ৪/৫ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরে এবং রাতে মনোরম আবহাওয়া। দুপুরে উষ্ণতা এবং আর্দ্রতার অস্বস্তি। আগামী কয়েক দিনে তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন নেই। তবে স্বাভাবিকের ওপরেই থাকবে পারদ।

    উত্তরবঙ্গ


    আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। পরিষ্কার আকাশ। পার্বত্য এলাকায় দু এক জায়গায় খুব হালকা কুয়াশা। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না আগামী চার-পাঁচ দিন।

    কলকাতা


    স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা। আরও সামান্য বাড়বে তাপমাত্রা। পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

    কলকাতার তাপমান


    রাতের তাপমাত্রা ২৩.১ থেকে বেড়ে ২৪.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৭ থেকে ৮৯ শতাংশ। 

    ভিনরাজ্যে


    ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কেরল মাহে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায়। আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।

    Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

  • Link to this news (২৪ ঘন্টা)