দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়
প্রতিদিন | ০৩ মার্চ ২০২৫
অমিতলাল সিং দেও, মানবাজার: উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদিন আগে বাড়ি থেকে উদ্ধার হল দুই পরীক্ষার্থীর মৃতদেহ। রবিবার দুটি ঘটনা ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার মালথোড় ও বলরামপুর থানার বাগানডি গ্রামে। তাদের একজন ছাত্র ও অন্যজন ছাত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মালথোড় এলাকার বাসিন্দা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রের মৃতদেহ উদ্ধার হয় তার বাড়িতেই। জানা গিয়েছে, ররিবার সকালের পর ওই ছাত্রকে সিঁড়ি ঘরের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরিবারের লোকজনই ওই ঘটনা প্রথম দেখেন। তাঁরাই দ্রুত তাকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। পুরুলিয়া মফস্বল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, আরেক কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় বলরামপুর থানার বাগানডি গ্রামে। ওই কিশোরীর বাবা-মা বাড়িতে ছিলেন না। পরে তাঁরা বাড়িতে গিয়ে মেয়েকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। বলরামপুর থানার পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরীক্ষার ভীতি থেকেই কি দুজনে আত্মহত্যা করল? নাকি দুটি ঘটনার পিছনে অন্য কোনও রহস্য আছে? দুজনেই মেধাবী বলে জানা গিয়েছে। তাহলে কেন তারা চরম সিদ্ধান্ত নেবে? সেসব প্রশ্ন উঠছে। দুই এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার-পরিজনদের মধ্যে শোকের ছায়া।