• ‘কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক, মেয়েদের ভয় হয়’, কোন প্রসঙ্গে হঠাৎ মন্তব্য স্বস্তিকার?
    আনন্দবাজার | ০৩ মার্চ ২০২৫
  • বরাবরই তিনি পশুপ্রেমী। প্রায়ই সমাজমাধ্যমে সারমেয় ও মার্জারদের সঙ্গে সোহাগী ছবি ভাগ করে নেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আবার কখনও অসহায় পশুদের কথাও তুলে ধরেন। তাঁর অনুরাগীরাও পোষ্য নিয়ে সমস্যায় পড়লে তাঁর কাছে সাহায্যের জন্য ছুটে যান। পশুদের অধিকার নিয়েও সচেতনতামূল পোস্ট ভাগ করে নেন স্বস্তিকা। কিছু ক্ষেত্রে মানুষের থেকেও পশুদের এগিয়ে রাখেন তিনি। সোমবারও এমনই এক পোস্ট করলেন স্বস্তিকা।

    পশুদের নিয়ে কথাবার্তা সংক্রান্ত একটি ফেসবুক পেজে পোস্টে এক ব্যক্তি লেখেন, রাস্তায় কিছু কিছু কুকুর দেখে তিনি ভয় পান। পাছে সেই কুকুরগুলি তার উপর হামলা করে। চেনা কায়দায় এই মন্তব্যের বিরোধিতা করেন স্বস্তিকা। মানুষ যে কোনও অংশে কম হিংস্র নয়, তা স্পষ্ট করে দেন তিনি। এমনকি এই মানুষদের জন্য মহিলারা ত্রস্ত হয়ে থাকেন বলেও তাঁর দাবি।

    পোস্টটি নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে অভিনেত্রী লেখেন, “কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়েই আছে। ধর্ষণ করছে, খুন করছে। আমাদের মেয়েদের ভয় লেগেই আছে। বাসে, ট্রামে, অফিসে, বন্দরে, বাড়িতে, স্কুলে, কলেজে।”

    উল্লেখ্য, যে কোনও বিষয়ে স্পষ্ট মতামত রাখেন স্বস্তিকা। অন্যায় দেখলে অবিলম্বে বিরোধিতাও করেন তিনি। গত বছর আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন স্বস্তিকা। রাত জেগেও প্রতিবাদে শামিল হয়েছিলেন তিনি। ঘটনার প্রতিবাদে মুখ খুলেছিলেন সমাজমাধ্যমে। যদিও সেই কারণে তির্যক মন্তব্যের শিকারও হয়েছিলেন। কিন্তু সে সবে কান দেবেন না, নিজেই স্পষ্ট করে দিয়েছিলেন। অভিনেত্রীকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’-তে।
  • Link to this news (আনন্দবাজার)