• ভিন জেলার হাসপাতালে শুয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন বীরভূমের ছাত্রী
    এই সময় | ০৩ মার্চ ২০২৫
  • প্রবল শ্বাসকষ্ট নিয়ে মুর্শিদাবাদের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন বীরভূমের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এই বছর আর তাঁর পরীক্ষায় বসা হবে না, এই আশঙ্কায় ভুগছিলেন রিনা মণ্ডল নামে প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী। কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তৎপরতায় মুর্শিদাবাদের হাসপাতালেই পরীক্ষা দিলেন ওই ছাত্রী।

    বীরভূমের নলহাটি থানার অন্তর্গত শীতলপুর মুর্শিদাবাদ জেলা লাগোয়া। সেখানেই বাড়ি রিনার। রবিবার গভীর রাতে হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। রিনার বাড়ি থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দূরত্ব ৪০ কিলোমিটার। কিন্তু মুর্শিদাবাদের নবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। তাঁর বাড়ির লোকজন তাঁকে নবগ্রামের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করান। শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হলে পরীক্ষার্থী পরীক্ষা দিতে চান। কিন্তু অন্য জেলায় বসে কী ভাবে পরীক্ষা দেবেন তিনি? তা ভেবে মাথায় আকাশ ভেঙে পড়ে ছাত্রীর পরিবারের।

    পরীক্ষার্থীর বাবা যোগাযোগ করেন প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পলাশ রায়ের সঙ্গে। তিনি বিষয়টি উচ্চ মাধ্যমিক স্কুল কাউন্সিলকে জানান। এরপরেই পরীক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিষদের যুগ্ম আহ্বায়ক অভিজিৎ নন্দন। তিনি তড়িঘড়ি মুর্শিদাবাদের নবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে রিনা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন।

    অভিজিৎ নন্দন ‘এই সময় অনলাইন’-কে বলেন, ‘আজ সকালে আমাকে ফোন করা হলে আমি সঙ্গে সঙ্গে সংসদকে বিষয়টি জানাই। মুর্শিদাবাদ জেলার যুগ্ম আহ্বায়ক, DRO এবং অন্যান্যদের সঙ্গে কথা বলে অন্য জেলায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ স্কুলের প্রধান শিক্ষক এবং জেলার যুগ্ম আহ্বায়কের এই উদ্যোগে খুশি ছাত্রীর বাবা বিশ্বজিৎ মণ্ডল।

  • Link to this news (এই সময়)